ভৌত বিজ্ঞান

বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করার কারণ

বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করার কারণ

SI Illustration Constants Colour Full 425x425 1
একক

নানা কারণে ছােটোবড়াে দৈর্ঘ্য আমাদের মাপতে হয় , ক্ষুদ্র ও বৃহৎ সময়ের হিসেব করতে হয় , অল্প ও বেশি ভর মাপতে হয় । ভৌত রাশিটির মান ছােটো হলে ছােটো একক এবং বড়াে হলে বড়াে একক ব্যবহার না করলে রাশিটির সাংখ্যমান প্রকাশ করতে বেশ অসুবিধা হয় ।

উদাহরণ :

  • একটি কলমের দৈর্ঘ্য 18 সেমি । এই দৈর্ঘ্যকে কিলােমিটারে প্রকাশ করলে দৈর্ঘ্যটি হবে 0.00018 কিমি । এক্ষেত্রে সংখ্যাটি খুব বড়াে হয়ে যাওয়ায় এভাবে লেখা খুবই অসুবিধাজনক । 
  • বাজার থেকে 5 কিলােগ্রাম চাল কিনে আনা হল । ওই চালের ভরকে মিলিগ্রামে প্রকাশ করলে ভরটি হবে 50,00,000 মিলিগ্রাম । এত বড় সংখ্যা লেখা বিরক্তিকর ও অসুবিধাজনক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!