বস্তুর ভর কাকে বলে
বস্তুর ভর কাকে বলে

সাধারণভাবে ইট , কাঠ , মাটি , লােহা , সােনা প্রভৃতিকে আমরা পদার্থ বলি । এদের প্রত্যেকেরই ভর আছে এবং এরা কিছু পরিমাণ স্থান দখল করে । সুতরাং যার ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে তাকেই পদার্থ বলে । নির্দিষ্ট পরিমাণ পদার্থকে বস্তু বলা হয় । যেমন – লােহা একটি পদার্থ , কিন্তু লােহার তৈরি হাতুড়ি একটি বস্তু । অর্থাং বস্তু যে উপাদানে তৈরি তাকে পদার্থ বলা যায় । কোনাে বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে ।
ভর বস্তুর স্বকীয় ( Intrinsic ) ধর্ম
বস্তুর ভর বস্তুর নিজস্ব ধর্ম । কোনাে বস্তুকে পৃথিবী বা মহাবিশ্বের যে কোনাে স্থানে নিয়ে গেলেও এর ভরের কোনাে পরিবর্তন হয় না । তাছাড়া বস্তুর গতি , উষ্ণতা , চুম্বকত্ব , তড়িতাবস্থা প্রভৃতি কোনাে কিছুর উপর বস্তুর ভর নির্ভর করে না । তাই বলা হয় যে ভর হল বস্তুর স্বকীয় ধর্ম ।
ভরের একক
সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা যায় । ভরের মান আছে কিন্তু অভিমুখ নেই । সুতরাং ভর একটি স্কেলার রাশি । SI পদ্ধতিতে ভরের একক কিলােগ্রাম বা কেজি ( kg ) এবং CGS পদ্ধতিতে এর একক গ্রাম ( g ) ।