ভৌত বিজ্ঞান

বস্তুর ভর ও ভার বা ওজনের মধ্যে পার্থক্য

বস্তুর ভর ও ভার বা ওজনের মধ্যে পার্থক্য

maxresdefault 2
বস্তুর ভর ও ভার বা ওজন

ভর

  1. বস্তুর মধ্যে মােট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে ।
  2. ভর বস্তুর জাড্যের পরিমাপ ।
  3. স্থানভেদে বস্তুর ভরের কোনাে পরিবর্তন হয় না ।
  4. ভর বস্তুর নিজস্ব বা স্বকীয় ধর্ম ।
  5. ভর একটি স্কেলার রাশি ।
  6. ভর মাপা যায় সাধারণ তুলাযন্ত্রে ।
  7. SI পদ্ধতিতে ভরের একক কেজি ( kg ) ।

ভার বা ওজন

  1. কোনাে বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বলে ।
  2. ওজন একটি বল ।
  3. বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় ।
  4. ওজন বস্তুর স্বকীয় ধর্ম নয় ।
  5. ওজন একটি ভেক্টর রাশি ।
  6. ওজন মাপা যায় স্প্রিং তুলাযন্ত্রে ।
  7. SI পদ্ধতিতে ওজনের পরম একক নিউটন এবং অভিকর্ষীয় একক কেজি-ভার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!