হিল বিক্রিয়া কাকে বলে
হিল বিক্রিয়া কাকে বলে
রবার্ট হিল ( Rabert Hill ) 1939 খ্রিস্টাব্দে একটি সুনির্দিষ্ট পরীক্ষা চালিয়ে দেখেছিলেন ক্লোরোপ্লাস্ট ও জলের মিশ্রণে যদি লৌহযুক্ত লবণ ( পটাশিয়াম পেরিক অক্সালেট ) দেওয়া হয় এবং মিশ্রণটি আলোক শক্তি দিয়ে উত্তেজিত করা হয় , তবে ওই লৌহযুক্ত লবণটি বিজারিত হবে এবং পটাশিয়াম ফেরাস অক্সালেট উৎপন্ন হয় এবং উপজাত বস্তু হিসেবে O2 এর মুক্তি ঘটবে ।

এই পরীরক্ষাটিকে হিল বিক্রিয়া বলে । পরে সেভেরোও চোয়া প্রমাণ করেন সজীব সবুজ কোশে এই হিল বিকারকটি NADP+ ।
হিল বিকারক কোনগুলি
বিজ্ঞানী রবার্ট হিল ‘ হিল বিক্রিয়া ’ পরীক্ষার জন্য যেসব রাসায়নিক যৌগ ব্যবহার করেছিলেন তাদের হিল বিকারক বলে , যেমন— কুইনোন , পটাশিয়াম , ফেরিক অক্সালেট প্রভৃতি ।
রবার্ট হিল কী পরীক্ষা করেছিলেন
রবার্ট হিল একটি সুনির্দিষ্ট পরীক্ষা চালিয়ে প্রমাণ করেন যে , সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি বিজারিত যৌগ উৎপন্ন হয় । তিনি এটিকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখান এবং এই রাসায়নিক বিক্রিয়াটিকে হিল বিক্রিয়া ( Hill reaction ) বলা হয় । সবুজ পাতা থেকে ক্লোরোফিল নিষ্কাশনের পর ভাসমান তরল বা সাসপেনশন তৈরি করে তাতে হাইড্রোজেন গ্রহীতা ( যেমন কুইনোন বা পটাশিয়াম ফেরিক অক্সালেট A ) মেশানো হয় । এই মিশ্রণে আলো প্রয়োগ করলে হাইড্রোজেন গ্রাহক বিজারিত হয়ে পটাশিয়াম ফেরাস অক্সালেটে পরিণত হয় এবং তার ফলে অক্সিজেন নির্গত হয় ।
2H2O + 2A ⟶ 2AH2 + O2↑
রুবেন , র্যানডল ও ক্যামেন ( 1947 ) রবিন হিলের পরীক্ষা সমর্থন করে । তারা ( ভারী অক্সিজেন ) ব্যবহার করে ক্লোরেলা নামে সবুজ শৈবালের সাহায্যে পরীক্ষা করে প্রমাণ করেন যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন জল থেকে নির্গত হয় ।