রেড ড্রপ প্রভাব কি
রেড ড্রপ প্রভাব কি
স্বাভাবিক ভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চলতে হলে ক্লোরোপ্লাস্টের দুরকম রঞ্জকতন্ত্র অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রঞ্জকতত্ত্ব ( PS-I এবং PS-II ) মিলিতভাবে কাজ করে । এই দুই রঞ্জকতন্ত্র একই সঙ্গে অনাবর্তাকার ফোটোফসফোরাইলেশনে ATP ও NADPH + H+ তৈরি করে । আবর্তকার ফোটোফসফোরাইলেশন চলতে হলে সূর্যের নীল ও লাল রশ্মিগুলির প্রয়োজন হয় ।
বিজ্ঞানী ইমারশান ( Emersion ) প্রমাণ করেছেন যে যদি শুধুমাত্র দীর্ঘতরঙ্গ যুক্ত লাল রশ্মি পাতার ক্লোরোপ্লাস্টে প্রয়োগ করা হয় তবে শুধু মাত্র আবর্তাকার ফোটোফসফোরাইলেশন চলতে পারে । এর ফলে NADPH + H+ তৈরি হয় না । NADPH + H+ অন্ধকার বিক্রিয়ার একটি বিশেষ প্রয়োজনীয় পদার্থ যার অভাবে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায় । একেই রেড ড্রপ বলা হয় ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা