জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ কে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন

সালোকসংশ্লেষ কে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন

এই প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈবি করে । তাই সালোকসংশ্লেকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় । 

রাত্রে সালোকসংশ্লেষ হয় না কেন

( i ) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তার প্রধান উৎস হল সূর্যালোক । সূর্যালোকের ফোটোন কণা কোশের ক্লোরোফিলকে সক্রিয় করে । সূর্যালোকের উপস্থিতিতে জলের বিশ্লেষণ এবং ফটোফসফোরাইলেশন বিক্রিয়া ঘটে । সুতরাং সূর্যালোকের অভাবে রাত্রে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় না । 

( ii ) কৃত্রিম আলোকে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চলতে পারে ।

error: Content is protected !!