কম্পেন্সেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু কাকে বলে
কম্পেন্সেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু কাকে বলে
সালোকসংশ্লেষের হার আলোকের তীব্রতার উপর নির্ভর করে । দিনের বেলায় সালোকসংশ্লেষের হার সব সময় এক থাকে না , কম বেশি হয় । উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার কিছু পরিমাণ শ্বসনে ব্যবহৃত হয় এবং অবশিষ্ট খাদ্য কোষে সজ্জিত থাকে । দিনে যে সময়ে সালোকসংশ্লেষের হার কম তখন খাদ্য কম তৈরি হয় এবং সেই খাদ্য আবার শ্বসনে নিঃশেষ হয়ে যায় ।
সুতরাং যে পরিমাণ আলোক রশ্মিতে সালোকসংশ্লেষের সাহায্যে উৎপন্ন খাদ্য সম্পূর্ণভাবে নিঃশেষিত হয় সেই অবস্থাকে কমপেনসেশান পয়েন্ট ( Compensation point ) বলে । এই সময় উদ্ভিদের CO2 গ্রহণ ( সালোকসংশ্লেষের জন্য ) এবং CO2 বর্জনের ( শ্বসন প্রক্রিয়ার জন্য ) হার সমান হয় । এই সময় উদ্ভিদ O2 গ্রহণ ও বর্জন করে না ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা