জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন

সালোকসংশ্লেষকে উপচিতি বিপাক বলে কেন

যে বিপাক প্রক্রিয়ায় সরল যৌগ জটিল যৌগে পরিণত হয় ও জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় , তাকে উপচিতি বা অ্যানাবলিজম বলে । সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে গৃহীত জল ও CO2 এর মধ্যে বিক্রিয়ার ফলে জৈব যৌগ — শর্করা ( সুক্রোজ ও শ্বেতসার ) উৎপন্ন হয় । এর ফলে উদ্ভিদের শুষ্ক ওজন ( dry weight ) বাড়ে । তাই সালোকসংশ্লেষ হল একটি উপচিতিমূলক প্রক্রিয়া ।

error: Content is protected !!