জীবন বিজ্ঞান

আলোক শ্বসন ও শ্বসনের পার্থক্য

আলোক শ্বসন ও শ্বসনের পার্থক্য

আলোক শ্বসনশ্বসনের মধ্যে পার্থক্য গুলি হলো ㅡ

আলোক শ্বসন :

1. আলোক নির্ভর প্রক্রিয়া । 

2. সবুজ উদ্ভিদ কোশে প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং প্রধানত C3 জাতীয় উদ্ভিদে ঘটে । 

3. কেলভিন চক্রের উপর নির্ভরশীল । 

4. প্রক্রিয়াটির জন্য সাইটোপ্লাজম , ক্লোরোপ্লাস্ট , পেরক্সিজোম ও মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন । 

5. প্রতি অণু CO2 নির্গত হওয়ার সঙ্গে এক অণু অ্যামোনিয়া নির্গত হয় । 

6. কোনো ATP ও NADH উৎপাদিত হয় না । কিন্তু প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ATP প্রয়োজন ।

শ্বসন :

1. আলোক নিরপেক্ষ প্রক্রিয়া । 

2. সব উদ্ভিদে এবং সব জীবিত কোশে প্রক্রিয়াটি ঘটে । 

3. কেলভিন চক্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই । 

4. প্রক্রিয়াটির জন্য সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন । 

5. অ্যামোনিয়া নির্গত হয় না । 

6. প্রক্রিয়াটি শক্তিমোচী । শর্কবা জারণে ATP উৎপাদিত হয় ।

error: Content is protected !!