কেলভিন চক্র কাকে বলে
কেলভিন চক্র কাকে বলে

সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় CO2এর আত্তীকরণের সময় যে বিক্রিয়াপথ 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ তৈরির মাধ্যমে আরম্ভ হয় , সেই বিক্রিয়াপথকে কেলভিন চক্র বা C3 পথ বলে ।
এই বিক্রিয়ায় 3 কার্বন যুক্ত প্রথম তৈরি স্থায়ী যৌগ হল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ( 3-PGA ) । এই C3 বিক্রিয়া পথটি চক্রাকারে সম্পন্ন হয় এবং সম্পূর্ণ বিক্রিয়া পথটি সম্পন্ন হওয়ার সময় একদিকে শর্করা ( গ্লুকোজ , শ্বেতসার ইত্যাদি ) সংশ্লেষিত হয় এবং অপর দিকে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা পুনরায় উৎপন্ন হয় । এই সমগ্র C3 বিক্রিয়াপথটি কেলভিন ও তাঁর সহকর্মীরা আবিষ্কার করেন । তাই সমগ্র চক্রাকার C3 বিক্রিয়াপথটিকে কেলভিন চক্র বলা হয় ।
এই C3 বিক্রিয়া সব সবুজ উদ্ভিদে ঘটে । প্রায় সব দ্বিবীজপত্রী উদ্ভিদ এই C3 বিক্রিয়াপথের মাধ্যমে শর্করা সংশ্লেষ করে বলে দ্বিবীজপত্রী উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয় ।