জীবন বিজ্ঞান

c4 চক্র কাকে বলে

হ্যাচ ও স্ন্যাক চক্র কাকে বলে | c4 চক্র কাকে বলে

যে প্রক্রিয়ায় সালোকসংশ্লেষের অন্ধকার দশায় ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডের সাহায্যে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় , 4 কার্বন যুক্ত যৌগ উৎপন্ন হয় এবং প্রক্রিয়াটি একটি চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে ঘটে তাকে হ্যাচ ও স্ন্যাক চক্র বা c4 চক্র বলে । 

c4 chakro
c4 চক্র

হ্যাচ ও স্ন্যাক চক্রের বিক্রিয়া চক্র ( Reactions of Hatch and Slack cycle ) 

1. মেসোফিল কলার কোশে ক্লোরোপ্লাস্টের বিক্রিয়া— দেখা যায় উদ্ভিদের পাতার মেসোফিল কলায় C4 চক্র এবং নালিকা বান্ডিলের আচ্ছাদনের ( Bundle sheath ) কোশে C3 চক্র সংঘটিত হয় । চক্রাকার বিক্রিয়ার প্রথমে CO2 বায়ুমণ্ডল থেকে পাতার মেসোফিল কলার কোশগুলিতে প্রবেশ করে । কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রহীতা হল 3 কার্বনযুক্ত যৌগ ফসফোইনোল পাইবুভিক অ্যাসিড । মেসোফিল কোশে বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পর ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড ( PEP ) কার্বন ডাইঅক্সাইড ও জলের সঙ্গে মিলিত হয়ে 4 কার্বনযুক্ত অ্যাসিড — অক্সালো-অ্যাসিটিক অ্যাসিড গঠিত হয় । এই সময় ফসফোইনোল কার্বক্সিলেজ উৎসেচক কাজ করে । অক্সালো-অ্যাসিটিক অ্যাসিড বিজারিত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হয় । 

C4 যুক্ত অ্যাসিড অর্থাৎ ম্যালিক অ্যাসিড এর পর নালিকা বান্ডিল আচ্ছাদন কোশের ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে । 

2. নালিকা বান্ডিল আচ্ছাদন কোশের ক্লোরোপ্লাস্টে বিক্রিয়া : ( i ) নালিকা বান্ডিল আচ্ছাদন কোশের ক্লোরোপ্লাস্টে ম্যালিক অ্যাসিডের জারণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের অপসারণ ( ডিকার্বক্সিলেশন ) ঘটে এবং ম্যালেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ।

( ii ) এই পাইরুভিক অ্যাসিড যা ম্যালিক অ্যাসিড জারিত হয়ে উৎপন্ন হয়েছে তা আবার ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং CO2 গ্রহীতা হিসাবে কাজ করে । 

( iii ) এর পর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড নালিকা বান্ডিল আচ্ছাদন কোশের কেলভিন চক্রের ক্লোরোপ্লাস্টে থাকা রাইবিউলোজ বাইফসফেট দ্বারা গৃহীত এবং চক্রাকার বিক্রিয়া আরম্ভ হয় । 

হ্যাচ ও স্ন্যাক চক্রের গুরুত্ব 

1. C4 উদ্ভিদের পাতায় 1 অণু কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনের জন্য 5 অণু ATP এবং 2NADPII + H+প্রয়োজন হয় । সুতরাং দেখা যায় চক্রে মোট 30 অণু ATP এবং NADPH + H+ প্রয়োজন 1 অণু গ্লুকোজ সংশ্লেষে । 

2. C4 উদ্ভিদ খুব কম ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে শোষণ করতে পাবে যা C3 উদ্ভিদ পারে না । 

3. এই উদ্ভিদের সালোকসংশ্লেষের হার অনেক বেশি হয় C4 উদ্ভিদের ফসল উৎপাদন ক্ষমতা বেশি । 

4. এসব উদ্ভিদের বৃদ্ধির হার C3 উদ্ভিদের তুলনায় অনেক বেশি ।

error: Content is protected !!