c3 ও c4 চক্রের পার্থক্য
কেলভিন চক্র ও হ্যাচ স্ন্যাক চক্রের পার্থক্য | c3 ও c4 চক্রের পার্থক্য
কেলভিন চক্র :
1. কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হল রাইবিউলোজ বাইফসফেট ( 5 কার্বন যৌগ ) ।
2. ফসফোগ্লিসারিক অ্যাসিড হল প্রথম স্থায়ী যৌগ ।
3. C3 চক্রে মেসোফিল কলার কোশে উৎসেচক কার্বক্সিলেজ কাজ করে ।
4. সাধারণত অল্প উষ্ণতায় ঘটে ।
5. এই চক্রে সঠিকভাবে CO2 – র আত্তীকরণ ঘটে ।
6. সালোকসংশ্লেষের হার অপেক্ষাকৃত কম ।
7. C3 চক্র স্বাধীন কারণ এর মাধ্যমে শর্করা সংশ্লেষিত হয় ।
হ্যাচ ও স্ন্যাক চক্র :
1. প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হল ফসফোফেনল পাইরুভিক অ্যাসিড ( 3 কার্বন যৌগ ) ।
2. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হল প্রথম স্থায়ী যৌগ ।
3. C4 চক্র মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে উৎসেচক PEP কার্বক্সিলেজ কাজ করে ।
4. সাধারণত বেশি উষ্ণতা ও বেশি আলোকে ঘটে ।
5 . এই চক্রে সঠিকভাবে CO2 এর আত্তীকরণ ঘটে না ।
6. সালোকসংশ্লেষের হার অপেক্ষাকৃত বেশি ।
7. C4 চক্র সর্বদা C3 চক্রের উপর নির্ভরশীল শর্করা সংশ্লেষের জন্য ।