ফটোরেসপিরেশন কাকে বলে
ফটোরেসপিরেশন কাকে বলে | আলোক শ্বসন কাকে বলে
প্রধানত দ্বিবীজপত্রী উদ্ভিদের সবুজ কোশে বিশেষ অবস্থায় ( উচ্চ আলোর তীব্রতা , বেশি অক্সিজেন , কম কার্বন ডাইঅক্সাইড ও উচ্চ তাপমাত্রা ) বিশেষ ধরনের শ্বসন প্রক্রিয়া ঘটে তাকে আলোক শ্বসন বা ফোটোরেসপিরেশন ( Photorespiration ) বলে । এই ফটোরেসপিরেশন বিক্রিয়া ক্লোরোপ্লাস্ট , পারক্সিজোম ও মাইটোকনড্রিয়ায় ঘটে অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থেকে আরম্ভ হয়ে পারক্সিজোম , মাইটোকনড্রিয়া হয়ে আবার পারক্সিজোমের মধ্য দিয়ে ক্লোরোপ্লাস্টে শেষ হয় ।
বিশেষ অবস্থায় ক্লোরোপ্লাস্টে রাইবিউলোজ বিসফসফেট মুখ্য উৎসেচক রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ এর সঙ্গে বিক্রিয়া করে । এর ফলে 3 কার্বন যুক্ত যৌগ — ফসফোগ্লিসারিক অ্যাসিড ও 2 কার্বন যুক্ত যৌগ ফসফোগ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন হয় । এর পর 2 কার্বন যুক্ত যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে বিক্রিয়া আরম্ভ হয় এই বিক্রিয়াগুলি প্রথমে ক্লোরোপ্লাস্ট , এর পর পারক্সিজোম এবং শেষে মাইটোকনড্রিয়ায় ঘটে । ওই বিক্রিয়াপথটি শেষে মাইটোকনড্রিয়া থেকে পারক্সিজোম হয়ে ক্লোরোপ্লাস্টে শেষ হয় । এই প্রক্রিয়াকে আলোক শ্বসন বা ফটোরেসপিরেশন বলে ।
এই ফটোরেসপিরেশন বিক্রিয়াপথটি 2 কার্বন যুক্ত যৌগ ( ফসফোগ্লাইকোলিক অ্যাসিড ) থেকে আরম্ভ হয় বলে একে C2 বিক্রিয়াপথ বলা হয় । এই বিক্রিয়ার ফলে দ্বিবীজপত্রী উদ্ভিদের শর্করা উৎপাদন ক্ষমতা হ্রাস পায় ।