ফটোলাইসিস কাকে বলে
ফটোলাইসিস কাকে বলে
দ্বিতীয় রঞ্জকতন্ত্রের ( PSII ) আয়নিত ক্লোরোফিল তীব্র জারকধর্মী । এই আয়নিত ক্লোরোফিলের ইলেকট্রন চাহিদা পূর্ণ করার তাগিদে জলের আলোক জারণ বিশ্লেষণ ঘটে । জল ( H2O ) বিশ্লিষ্ট হয়ে H + আয়ন , ইলেকট্রন ও অক্সিজেন অণু সৃষ্টি করে ।
2H2O → O2 + 4H+ + 4e–
সূর্যালোকের সহায়তায় জলের এই বিশ্লেষণকে ফটোলাইসিস বলে । আলোক বিশ্লেষণে বা জারণে ম্যাঙ্গানিজ ও D1 প্রোটিন সক্রিয় ভূমিকা গ্রহণ করে ।