ফটোসিন্থেটিক ফসফোরাইলেশন কাকে বলে
ফটোসিন্থেটিক ফসফোরাইলেশন কাকে বলে | ফটোসিন্থেসিস কাকে বলে | ফটোসিনথেটিক কি
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলের শোষিত আলোকশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে ATP ( অ্যাডিনোসিন ট্রাইফসফেট ) অণুর মধ্যে অস্থায়ীভাবে আবদ্ধ হয় । ATP অণুর মধ্যে আবদ্ধ রাসায়নিক শক্তি সালোকসংশ্লেষের জন্য শক্তি জোগায় এবং শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে অবস্থান করে । এই সৌরশক্তিই সালোকসংশ্লেষ ADP ও Pi ( অজৈব ফসফেট ) -কে যুক্ত করে ATP -তে পরিণত করতে সাহায্য করে । সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগ তৈরির প্রক্রিয়াকে ফটোসিন্থেটিক ফসফোরাইলেশন ( Photosynthetic phosphorylation ) বলে ।