ফাইকোবিলিন কি
ফাইকোবিলিন কি
নীলাভ সবুজ ও লাল শৈবালে ফাইকোবিলিন থাকে । এটি সালোকসংশ্লেষে সাহায্যকারী রঞ্জক পদার্থ । নীল বর্ণের ফাইকোসায়ানিন ( Phycocyanin ) এবং লাল বর্ণের ফাইকোএরিথ্রিন ( Phycocrythrin ) একসঙ্গে ফাইকোবিলিন নামে পরিচিত । ফাইকোসায়ানিন ও ফাইকোএরিথ্রিনের রাসায়নিক সংকেত যথাক্রমে C34H44O8N4 এবং C34H46O8N4 । ফাইকোবিলিন দৃশ্যমান আলোকের 550–615 nm অংশ শোষণ করে ।
ফাইকোবিলিন এর কাজ
শোষিত আলোক সরাসরি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় না । ফাইকোবিলিন দিয়ে শোষিত আলোক তরঙ্গ ক্লোরোফিল-a অণুতে পৌঁছায় ।
এখানে উল্লেখযোগ্য সব কয়টি রঞ্জক পদার্থ আলোক শোষণ করলেও ক্লোরোফিল-a প্রত্যক্ষভাবে সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত । তাই একে মুখ্য বা প্রধান রঞ্জক কণা ( Primary pigment ) বলা হয় । ক্লোরোফিল-b , ক্লোবোফিল-c , ক্লোরোফিল-d ও অন্যান্য রঞ্জক পদার্থগুলি সরাসরি সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে না । তাদের শোষিত আলোক তরঙ্গ ক্লোরোফিল-a অণুতে স্থানান্তরিত হয় । তাই এসব রঞ্জক পদার্থগুলিকে সহকারী রঞ্জক পদার্থ ( Accessory pigment ) বলে ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা