ক্লোরোসিস কী
ক্লোরোসিস কী | What is Chlorosis
উদ্ভিদের পাতার ক্লোরোপ্লাস্টে আলোর উপস্থিতিতে ক্লোরোফিল সংশ্লেষিত হয় । লৌহ , তামা , ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম ক্লোরোফিল সংশ্লেষে বিশেষ প্রয়োজন । এগুলির মধ্যে যে কোনো একটির অভাবে ক্লোরোফিল সংশ্লেষ ঘটে না । একে ক্লোরোসিস বলে ।