ব্রিডার্স কিট কি

ব্রিডার্স কিট কি

প্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করার জন্য প্রজননবিদেরা যেসব যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম ব্যবহার করেন সেগুলিকে একসঙ্গে একটি ব্যাগে রাখা হয় , তাকে ব্রিডার্স কিট বলে । 

সংকরায়ণ পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রজননবিদরা কয়েকটি বিশেষ ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন । নীচে যন্ত্রপাতির নাম ও ব্যবহার উল্লেখ করা হল ।

1. কাঁচি ( Scissor ) : ফুলের ক্ষতি না করে অপ্রয়োজনীয় অংশ অপসারণ করা হল কাঁচির কাজ ।

2. সূচ ( Needles ) : ছোটো কুঁড়িগুলোকে পুরুষত্বহীনকরণের সময় খোলার জন্য সূচের প্রয়োজন হয় ।

3. চিমটে ( Forceps ) : নির্বাচিত উভলিঙ্গ ফুল থেকে চিমটে দিয়ে পরাগধানীগুলি সরানো হয় ।

4. ব্রাশ বা তুলি ( Brush ) : অনেক সময় পরাগধানী থেকে পরাগরেণু সংগ্রহের জন্য ব্রাশের প্রয়োজন হয় ।

5. অ্যালকোহল ( Alcohol ) : কাঁচি , সূচ , চিমটে , ব্রাশ প্রভৃতি নির্বীজকরণের ( Sterilization ) জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় ।

6. ব্যাগ ( Bag ) বা মসলিন ও অয়েল পেপার ( Moslin or oil paper ) : নির্বাচিত ফুলগুলি পুরুষত্বহীনকরণের পর ঢাকার জন্য ব্যাগ বা মসলিন বা অয়েল পেপার প্রয়োজন হয় ।

7. মিটার টেপ ( Meter tape ) : জনিতৃ নির্বাচনের সময় তাদের উচ্চতা মাপার জন্য টেপের বিশেষ প্রয়োজন হয় ।

8. হাতলেন্স ( Hand lens ) : ক্ষুদ্র ফুলের পুরুষত্বহীনকরণের সময় অনেক সময় ব্যবহার করা হয় ।

9. ট্যাগ ( Tag ) : সংকরায়ণের পর ফুলগুলি চিহ্নিতকরণের জন্য ট্যাগ ব্যবহার করা হয় ।

10. সুতো ( Thread ) : নির্বাচিত ফুলগুলির পুরুষত্বহীনকরণ ও পরাগায়ণের পর অয়েল বা মসলিন পেপার বা ব্যাগ দিয়ে ঢেকে রাখার জন্য চিহ্নিতকরণের জন্য সুতো ব্যবহার করা হয় ।

11.ফিল্ড ডায়েরি ( Field diary ) : সংকরায়ণ পদ্ধতি শেষ হওয়ার পর , ক্রসের সংখ্যা , তারিখ , জনিত্রের নাম ইত্যাদি ডায়েরিতে লেখা হয় ।

12. মোম , স্পিরিট ল্যাম্প ও মোগলানোর পাত্র ( Spirit lamp and container for melted wax ) : চিহ্নিতকরণের জন্য কাগজের ট্যাগগুলিকে মোমের প্রলেপ বা কোটিং দেওয়ার প্রয়োজন হয় ।

error: Content is protected !!