মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
Contents
মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য | মটর গাছের বর্ণনা
মটর সপুষ্পক , গুপ্তবীজী , দ্বিবীজপত্রী এবং বর্ষজীবী উদ্ভিদ । এই উদ্ভিদ লেগুমিনোসি Leguminosae ) গোত্রের , প্যাপিলিওনেসি ( Papilionaceae ) উপগোত্রের অন্তর্ভূক্ত । বৈজ্ঞানিক নাম পাইসাম স্যাটাইভাম ( Pisum sativum ) |

মূল
প্রধান মূলতন্ত্র ( Tap root system ) , শাখামূল ( secondary ) , প্রশাখা মূল ( tertiary ) নিয়ে গঠিত । মূল ও শাখাপ্রশাখা মূলের শীর্ষে মূলত্র ( Root cap ) থাকে । মূলে রাইজোবিয়াম নামে মিথোজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণের জন্য একপ্রকার অর্বুদ ( nodule ) সৃষ্টি করে ।
কাণ্ড
সবুজ , দুর্বল , লতানো বীরুৎশ্রেণির , শাখাপ্রশাখা যুক্ত ; নিরেট পর্ব ফাঁপা পর্বমধ্য থাকে ।
পত্র
যৌগিক পত্র – সচূড় পক্ষল ; উপপত্রদ্বয় ( stipule ) যুক্ত ফলকাকার ( foliaceous ) । শীর্ষের পত্রকগুলি ( leaflets ) আকর্ষে ( tendril রূপান্তরিত হয় । পত্রবিন্যাস একান্তর এবং পত্রকগুলির শিরাবিন্যাস জালকাকার ।
পুষ্পবিন্যাস
রেসিম ( raceme ) ।
পুষ্প
বৃন্তক , উভলিঙ্গ অসমাঙ্গ , সম্পূর্ণ ও গর্ভকটি ( Perigynous ) ।
বৃতি
বৃত্যংশ 5 টি অসমাঙ্গ যুক্ত বৃত্যংশ , বর্ণ সবুজ , সম্মুখ বৃত্যংশটি বড়ো । মুকুলপত্র বিন্যাস ভালভেট ।
দলমন্ডল
দলাংশ 5 টি , অসমাঙ্গ , মুক্তদলী প্রজাপতিসম ধ্বজা , পক্ষদল 2 টি এবং তরীদল 2 টি , ধ্বজা সব চাইতে বড়ো , বাইরের দিকে অবস্থিত , নীচে পক্ষদল লম্বা প্রসারিত , তরীদল বাঁকানো নৌকার মতো , মুকুলপত্র বিন্যাস ধ্বজক ( Vaxillary ) ।
পুংস্তবক
পুংকেশর মোট 10 টি , দ্বিগুচ্ছ ( diadelphous ) একত্রে 9টি ও 1 টি আলাদা পরাগধানী দ্বিকোশীয় ও পাদলগ্ন ।
স্ত্রীস্তবক
গর্ভপত্র – 1 টি , গর্ভাশয় অধিগর্ভ এবং একপ্রকোষ্ঠযুক্ত ( placentation ) , অমরাবিন্যাস প্রান্তীয় ; গর্ভমুণ্ড পক্ষল ।
ফল
শুষ্ক , বিদাবী একক — শিম্ব বা লেগিউম । ফলত্বক উভয় সন্ধি বরাবর ( dorsal and ventral suture ) বিদীর্ণ হয় ।
বীজ
গোলাকার , সামান্য বাদামি , বহিস্ত্বক ( testa ) মসৃণ ও অপেক্ষাকৃত মোটা , অন্তস্ত্বক ( tegmen ) দেখা যায় না । বহিস্ত্বকের অপেক্ষাকৃত খাঁজ অংশে স্পষ্ট কালো দাগ থাকে — একে ডিম্বকনাভি ( hilu ) বলে । ডিম্বকনাভির একটু দূরেই একটি ক্ষুদ্র রন্ধ্র থাকে — একে ডিম্বকরন্ধ্র ( micropyle ) বলা হয় । বহিস্ত্বকের নীচে অন্তর্বীজ ( karnel ) অংশে দুটি মাংসল মোটা , বিভক্ত বীজপত্র থাকে । এটি ভ্রুণাক্ষের সঙ্গে ভ্রুণমুকুল ও ভ্ৰূণমূল গঠন করে ।