সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য
Contents
সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য | G উপাদান ও S উপাদান এর মধ্যে পার্থক্য | Difference between General Mental ability and special Mental ability
স্পিয়ারম্যান তাঁর দ্বি উপাদান তত্ত্বে যে দুটি মানসিক উপাদানের কথা বলেছেন তাদের মধ্যে একটি হল সাধারণ মানসিক উপাদান এবং অপরটি হল বিশেষ মানসিক উপাদান । এই দুটি উপাদানের মধ্যে যেসকল পার্থক্য দেখা যায় , তা নিম্নে আলোচনা করা হল ।
সংজ্ঞা
সাধারণ মানসিক উপাদান : যে মানসিক উপাদানের সাহায্যে মানুষ সকল রকম বৌদ্ধিক কাজ করতে পারে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিধান করে চলতে পারে , তাকে সাধারণ মানসিক উপাদান বলে ।
বিশেষ মানসিক উপাদান : যে মানসিক উপাদান বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় এবং কোনো বৌদ্ধিক কর্মসম্পাদনের সময় সাধারণ মানসিক ক্ষমতার ওপর নির্ভরশীল হয় , তাকে বিশেষ মানসিক উপাদান বলে ।
প্রকৃতি
সাধারণ মানসিক উপাদান : এই মানসিক উপাদান সাধারণধর্মী ।
বিশেষ মানসিক উপাদান : এই মানসিক উপাদান হল প্রশিক্ষণযোগ্য ।
বিকাশশীল ও প্রশিক্ষণযোগ্য
সাধারণ মানসিক উপাদান : এই উপাদান বিকাশশীল ৷
বিশেষ মানসিক উপাদান : এই মানসিক উপাদান হল প্রশিক্ষণযোগ্য ।
একক ও বহু
সাধারণ মানসিক উপাদান : সাধারণ মানসিক উপাদান হল একক মানসিক ক্ষমতা ।
বিশেষ মানসিক উপাদান : এই মানসিক ক্ষমতা সংখ্যায় বহু ।
জন্মগত ও অর্জিত
সাধারণ মানসিক উপাদান : এই মানসিক উপাদান জন্মগত ।
বিশেষ মানসিক উপাদান : এটি হল অর্জিত ।
পরিবর্তন
সাধারণ মানসিক উপাদান : এই উপাদান কর্মভেদে পরিমাণের পরিবর্তন হয়ে থাকে ।
বিশেষ মানসিক উপাদান : বিশেষ মানসিক উপাদান কর্মভেদে প্রকৃতির পরিবর্তন হয়ে থাকে ।
স্বাধীন ও নির্ভরশীল
সাধারণ মানসিক উপাদান : এই উপাদান কর্মসম্পাদনের সময় স্বাধীন এবং একক ।
বিশেষ মানসিক উপাদান : এই মানসিক উপাদান সাধারণ মানসিক উপাদানের ওপর নির্ভরশীল ।
অভিজ্ঞতার সঞ্চালন
সাধারণ মানসিক উপাদান : সাধারণ মানসিক উপাদান পূর্বের অভিজ্ঞতা বিভিন্ন কর্মে সঞ্চালনে সাহায্য করে ।
বিশেষ মানসিক উপাদান : বিশেষ মানসিক উপাদান পূর্বের অভিজ্ঞতা বিভিন্ন কর্মক্ষেত্রে সঞ্চালনে খুব সামান্য সহায়তা করে ।
জ্যামিতিক চিত্রের অবস্থান
সাধারণ মানসিক উপাদান : দ্বি উপাদান তত্ত্বের জ্যামিতিক চিত্রের কেন্দ্রে অবস্থান করে সাধারণ মানসিক উপাদান ( G ) ।
বিশেষ মানসিক উপাদান : দ্বি উপাদান তত্ত্বের জ্যামিতিক চিত্রের পরিধিতে অবস্থান করে বিশেষ মানসিক উপাদান ( S ) ।
সর্বজনীন
সাধারণ মানসিক উপাদান : সাধারণ মানসিক উপাদান সকল ব্যক্তির মধ্যে কম বেশি বর্তমান । অর্থাৎ সর্বজনীন ।
বিশেষ মানসিক উপাদান : বিশেষ মানসিক উপাদান সকল ব্যক্তির মধ্যে থাকে না । অর্থাৎ , ব্যক্তিভেদে ভিন্ন অর্থাৎ , এটি সবর্জনীন নয় ।
সাধারণ মানসিক উপাদানের সঙ্গে বিশেষ মানসিক উপাদানের পার্থক্য থাকলেও উভয় উপাদান একে অপরের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ । অর্থাৎ কোনো বৌদ্ধিক কাজ করতে গেলে বিশেষ উপাদানকে সবসময় সাধারণ মানসিক উপাদানের ওপর নির্ভর করতে হয় । তবে সাধারণ মানসিক উপাদান যার যত বেশি হবে তার বৌদ্ধিক কার্য করার ক্ষমতা তত বেশি ।
সুতরাং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আজও বিভিন্ন বুদ্ধির তত্ত্বের ব্যাখ্যা দিতে প্রয়োজন হয় । শুধু তাই নয় বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন আলোচনাকে বিশেষভাবে প্রভাবিত করে ।