শিখনের ক্ষেত্রে মানসিক ক্ষমতার ভূমিকা
Contents
শিখনের ক্ষেত্রে মানসিক ক্ষমতার ভূমিকা
যে মানসিক প্রক্রিয়া ব্যক্তিকে নতুন বিষয় জানতে ও নতুন আচরণ সম্পাদন করতে সাহায্য করে তাকেই বলা হয় শিখন । শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা নিম্নে আলোচনা করা হল –
সংগতি বিধান
মানসিক ক্ষমতা অতীত অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে প্রয়োগ করে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতি বিধানে সমর্থ করে ।
সামগ্রিক রূপ উপলব্ধি
মানসিক ক্ষমতা কোনো বস্তুর বা বিষয়ের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্বন্ধ নিরূপণ করে , সেই বস্তু বা অবস্থার সামগ্রিক রূপ উপলব্ধিতে সাহায্য করে ।
বিমূর্ত চিন্তন
মানসিক ক্ষমতা আমাদের বিমূর্ত চিন্তনে সাহায্য করে । অর্থাৎ , বিমূর্ত বিষয়গুলি উপলব্ধিতে মানসিক ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
মানসিক প্রক্রিয়ার উন্নততর ব্যবহার
প্রত্যেক ব্যক্তি কতকগুলি মানসিক প্রতিক্রিয়া করার ক্ষমতা নিয়ে জন্মায় । যেমন – চিন্তন , বিচারকরণ , সমস্যা সমাধান প্রভৃতি মানসিক প্রক্রিয়াগুলির উন্নততর ব্যবহার করতে সাহায্য করে মানসিক ক্ষমতা ।
উদ্দেশ্য সাধন
মানুষের প্রতিটি কাজের একটি উদ্দেশ্য থাকে । এই উদ্দেশ্যপূরণে উপযুক্ত উপায় নির্বাচন করতে সাহায্য করে মানসিক ক্ষমতা ।
মানসিক প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন
মানসিক ক্ষমতা বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলির মধ্যে সমন্বয় সাধন করতে বিশেষ ভূমিকা গ্রহণ করে । এই সমন্বয় সাধনের মাধ্যমে পরিবেশের উপযোগী প্রতিক্রিয়াটি নিরূপণ করে ।
দ্রুত কর্মসম্পাদন
মানসিক ক্ষমতা কোনো মানসিক কাজ দ্রুত সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ।
বাস্তব অভিজ্ঞতার তাৎপর্য নির্ণয়
শিক্ষার্থী তাত্ত্বিক শিক্ষার সঙ্গে সঙ্গে বাস্তব অভিজ্ঞতাও লাভ করে । মানসিক ক্ষমতা শিক্ষণীয় বিষয় বস্তুর বাস্তব অভিজ্ঞতার তাৎপর্য নির্ণয়ে সাহায্য করে ।
ভাষা শিক্ষা
মানসিক ক্ষমতা শিক্ষার্থীর ভাষাবোধের বিকাশ ঘটায় । এর সাহায্যে শিক্ষার্থীর যেমন— শব্দভাণ্ডার বৃদ্ধি পায় তেমনি ভাষার প্রয়োগ ক্ষমতা বিকাশেও সাহায্য করে ।
সৃজন ক্ষমতার বিকাশ
মানসিক ক্ষমতা শিক্ষার্থীর অন্তর্নিহিত সৃজন ক্ষমতার বিকাশে সাহায্য করে । যেমন – ছবি আঁকা , মডেল তৈরি , বিভিন্ন ধরনের কাগজের জিনিসপত্র তৈরি ইত্যাদি ।
কঠিন ও জটিল সমস্যার সমাধান
শিক্ষার্থী শিখন পরিস্থিতিতে নানান ধরনের কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হয় । এই সকল কঠিন ও জটিল সমস্যার সমাধানে সাহায্য করে মানসিক ক্ষমতা ।
শিখন সঞ্চালন
কোনো একটি বিষয়ে শিক্ষা গ্রহণ করার পর অন্য একটি বিষয় শিখতে গেলে পূর্বের শিখনের ফল পরবর্তী শিখনের ক্ষেত্রে কিছুটা সঞ্চালিত করতে সাহায্য করে আমাদের মানসিক ক্ষমতা ।
সুতরাং , মানসিক ক্ষমতা হল এমন একটি মানসিক প্রক্রিয়া যা প্রতিটি মানুষের দৈনন্দিন কর্ম থেকে কঠিন ও জটিল সমস্যার সমাধানে এবং সমাজের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজকে আরও সুন্দর ও গতিময় করে তুলতে সাহায্য করে ।