শিক্ষা বিজ্ঞান

স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব শিক্ষাগত গুরুত্ব 

Contents

স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব শিক্ষাগত গুরুত্ব 

স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য / গুরুত্ব হল ㅡ

ব্যক্তি বৈষ্যম্যের আচরণ ব্যাখ্যা 

এই তত্ত্বের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাতন্ত্র্যমূলক বহু বৌদ্ধিক আচরণের ব্যাখ্যা সম্ভব হয় ।

প্রাথমিক ধারণা প্রদান 

এই তত্ত্ব মনোবিজ্ঞানীদের যেমন বুদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন তেমনি শিক্ষার্থীদের এই সংক্রান্ত প্রাথমিক ধারণা দিতে সক্ষম হয়েছে । 

বৌদ্ধিক আলোচনাকে সমৃদ্ধ 

এই তত্ত্ব বুদ্ধি সংক্রান্ত নানান আলোচনাকে বিশেষ ভাবে সমৃদ্ধ করেছে । 

সমস্ত ধারণার ভিত্তি 

স্পিয়ারম্যানের এই তত্ত্বকে সমস্ত ধারণার একটি ভিত্তি বলা যায় ৷ 

error: Content is protected !!