শিক্ষা বিজ্ঞান

মানসিক ক্ষমতা কাকে বলে

Contents

মানসিক ক্ষমতা কাকে বলে

মানসিক ক্ষমতা বলতে বুঝি যা মানব শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে এবং বিভিন্ন কাজে পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে । যেমন – বুদ্ধি , চিন্তন , কল্পনা , যুক্তি , বিচারকরণ ইত্যাদি । 

আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্ভাবনাময় মানব সত্তার পরিপূর্ণ বিকাশ । এই বিকাশের মূলে আছে মানবশিশু ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া । পারস্পরিক ক্রিয়ার অন্যতম দুটি উপাদান হল পরিবেশ এবং শিশুর জন্মগত অভ্যন্তরীণ বৈশিষ্ট্য । শিশুর এই অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধানতম হল মানসিক ক্ষমতা ( Mental Ability ) । 

মনোবিদ ম্যাকডুগালের ( McDougall ) মতে , “ Ability is essentially the capacity of making new adjustment ” . অর্থাৎ ক্ষমতা হল নতুন পরিস্থিতিতে সংগতি বিধানের উপায় । 

মনোবিদ স্টার্নের ( Stern ) মতে , “ Ability is general adaptability to new problems and conditions of life . ” অর্থাৎ জীবনের নতুন নতুন সমস্যামূলক পরিস্থতির সঙ্গে সংগতি বিধানের সাধারণ শর্তাবলি হল ক্ষমতা । 

সাধারণভাবে দৈনন্দিন জীবনে আমাদের বিচিত্র কর্মধারার পেছনে যে শক্তি কাজ করে তাকে আমরা বলি ক্ষমতা ( Ability ) । 

এই ক্ষমতা দু’ধরনের ( i ) দৈহিক ক্ষমতা ( ii ) মানসিক ক্ষমতা ।

মানসিক ক্ষমতার প্রকারভেদ 

মানসিক ক্ষমতার প্রকারভেদ নিম্নে আলোচনা করা হল –

জন্মগত মানসিক ক্ষমতা :

শিশু যেসকল মানসিক ক্ষমতা জন্মসূত্রে লাভ করে সেগুলিকে জন্মগত মানসিক ক্ষমতা বলে । যেমন – বুদ্ধি , স্মৃতি , চিন্তন ইত্যাদি । 

অর্জিত মানসিক ক্ষমতা :

ব্যক্তি যে মানসিক ক্ষমতা অনুশীলন ও প্রচেষ্টার দ্বারা অর্জন করে থাকে , তাই হল অর্জিত মানসিক ক্ষমতা । পড়ার ক্ষমতা , লেখার ক্ষমতা , সাঁতার কাটার ক্ষমতা , গাড়ি চালানোর ক্ষমতা ইত্যাদি । 

ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান মানসিক ক্ষমতাকে দু’ভাগে ভাগ করেছেন , যথা –

সাধারণ মানসিক ক্ষমতা ( General Mental Ability ) : 

যে মানসিক ক্ষমতা ব্যক্তি জন্মগতভাবে পেয়ে থাকে যা সর্বজনীন এবং সবধরনের কাজের ক্ষেত্রে কমবেশি প্রয়োজন হয় এবং অনুশীলনের দ্বারা বৃদ্ধি করা যায় না , তাই হল সাধারণ মানসিক ক্ষমতা । 

বিশেষ মানসিক ক্ষমতা ( Special Mental Ability ) : 

যে মানসিক ক্ষমতা নির্দিষ্ট বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয় , যা অনুশীলন নির্ভর এবং সবসময়ই সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত তাই হল বিশেষ মানসিক ক্ষমতা । 

error: Content is protected !!