মানসিক ক্ষমতা কাকে বলে
Contents
মানসিক ক্ষমতা কাকে বলে
মানসিক ক্ষমতা বলতে বুঝি যা মানব শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে এবং বিভিন্ন কাজে পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে । যেমন – বুদ্ধি , চিন্তন , কল্পনা , যুক্তি , বিচারকরণ ইত্যাদি ।
আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্ভাবনাময় মানব সত্তার পরিপূর্ণ বিকাশ । এই বিকাশের মূলে আছে মানবশিশু ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া । পারস্পরিক ক্রিয়ার অন্যতম দুটি উপাদান হল পরিবেশ এবং শিশুর জন্মগত অভ্যন্তরীণ বৈশিষ্ট্য । শিশুর এই অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধানতম হল মানসিক ক্ষমতা ( Mental Ability ) ।
মনোবিদ ম্যাকডুগালের ( McDougall ) মতে , “ Ability is essentially the capacity of making new adjustment ” . অর্থাৎ ক্ষমতা হল নতুন পরিস্থিতিতে সংগতি বিধানের উপায় ।
মনোবিদ স্টার্নের ( Stern ) মতে , “ Ability is general adaptability to new problems and conditions of life . ” অর্থাৎ জীবনের নতুন নতুন সমস্যামূলক পরিস্থতির সঙ্গে সংগতি বিধানের সাধারণ শর্তাবলি হল ক্ষমতা ।
সাধারণভাবে দৈনন্দিন জীবনে আমাদের বিচিত্র কর্মধারার পেছনে যে শক্তি কাজ করে তাকে আমরা বলি ক্ষমতা ( Ability ) ।
এই ক্ষমতা দু’ধরনের ( i ) দৈহিক ক্ষমতা ( ii ) মানসিক ক্ষমতা ।
মানসিক ক্ষমতার প্রকারভেদ
মানসিক ক্ষমতার প্রকারভেদ নিম্নে আলোচনা করা হল –
জন্মগত মানসিক ক্ষমতা :
শিশু যেসকল মানসিক ক্ষমতা জন্মসূত্রে লাভ করে সেগুলিকে জন্মগত মানসিক ক্ষমতা বলে । যেমন – বুদ্ধি , স্মৃতি , চিন্তন ইত্যাদি ।
অর্জিত মানসিক ক্ষমতা :
ব্যক্তি যে মানসিক ক্ষমতা অনুশীলন ও প্রচেষ্টার দ্বারা অর্জন করে থাকে , তাই হল অর্জিত মানসিক ক্ষমতা । পড়ার ক্ষমতা , লেখার ক্ষমতা , সাঁতার কাটার ক্ষমতা , গাড়ি চালানোর ক্ষমতা ইত্যাদি ।
ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান মানসিক ক্ষমতাকে দু’ভাগে ভাগ করেছেন , যথা –
সাধারণ মানসিক ক্ষমতা ( General Mental Ability ) :
যে মানসিক ক্ষমতা ব্যক্তি জন্মগতভাবে পেয়ে থাকে যা সর্বজনীন এবং সবধরনের কাজের ক্ষেত্রে কমবেশি প্রয়োজন হয় এবং অনুশীলনের দ্বারা বৃদ্ধি করা যায় না , তাই হল সাধারণ মানসিক ক্ষমতা ।
বিশেষ মানসিক ক্ষমতা ( Special Mental Ability ) :
যে মানসিক ক্ষমতা নির্দিষ্ট বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয় , যা অনুশীলন নির্ভর এবং সবসময়ই সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত তাই হল বিশেষ মানসিক ক্ষমতা ।