আগ্রহ ও মনোযোগের সম্পর্ক
Contents
আগ্রহ ও মনোযোগের সম্পর্ক | relation between interest and attention
শিখনের গুরুত্বপূর্ণ দুটি উপাদান হল আগ্রহ ও মনোযোগ । মনোবিদ রস ( Ross ) বলেছেন , “ প্রত্যেক প্রেষণামূলক কাজের পেছনেই যেমন মানসিক কোনো সংগঠন কাজ করে , তেমনি মনোযোগের পেছনেও এমন কোনো মানসিক সংগঠন আছে , যা শক্তি জোগায় ।
ম্যাকডুগালের মতে , “ মনোযোগের পেছনে যে মানসিক প্রবণতা কাজ করে , তাই হল আগ্রহ , ” কোনো বিষয় বস্তুর প্রতি আগ্রহ আমাদেরকে ওই বিষয় বস্তুর প্রতি মনোযোগী করে তোলে ।
আগ্রহ ও মনোযোগের সম্পর্ক বিষয়
উদ্দেশ্যমুখী :
আগ্রহ শিক্ষার্থীকে উদ্দেশ্যমুখী করে তোলে । ওই উদ্দেশ্য নির্দিষ্ট বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীকে মনোযোগী করে ।
গতিশীল মনোভাব গঠন :
আগ্রহ হল গতিশীল মনোভাব । যে বিষয়বস্তু ব্যক্তির মনে আগ্রহ জাগিয়ে তোলে তার প্রতি সে মনোযোগী হয় ।
নির্বাচনধর্মী :
আগ্রহই মনোযোগকে নির্বাচনধর্মী করে তোলে । অর্থাৎ , আগ্রহের ফলে ব্যক্তি বস্তু নির্বাচন করে এবং সে তার প্রতি মনোযোগী হয় ।
দীর্ঘস্থায়ী মনোভাব :
আগ্রহ হল দীর্ঘস্থায়ী মানসিক সংগঠন বা মনোভাব , যা মনোযোগ নির্ধারণ করে । অর্থাৎ , আগ্রহের ফলে ব্যক্তি কোনো বিষয় বা বস্তুর প্রতি বেশি সময় মনোযোগ দিতে পারে ।
উদ্দীপনা :
আগ্রহ হল এমন একটি মানসিক উদ্দীপনা যা ব্যক্তিকে কোনো বিষয়বস্তুর প্রতি মনোযোগী করে তোলে । মনোবিদ ম্যাকডুগাল মন্তব্য করেছেন , – “ আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ । ” ( Interest is latent attention and attention is interest in action . )
ম্যাকডুগালের এই মন্তব্যকে যথার্থ বলা যায় না । কারণ আগ্রহ সকল সময়ই আমাদের কোনো বিষয়ের প্রতিে মনোযোগী করে তোলে কিন্তু এমন অনেক বিষয় আছে যার প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে না অথচ বিষয়টি আমাদের মনোযোগ আকর্ষণ করে ।
যেমনঃ ঘরে বসে বই পড়ছি এমন সময় হঠাৎ গাড়ির টায়ার ফাটার বিকট শব্দ শোনা গেল এবং তার প্রতি মনোযোগী হলাম । যদিও ওই শব্দের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না ।
আবার মনোযোগ থাকলেই যে আগ্রহ থাকবে এমন কোনো কারণ নেই । ব্যাংকের হিসাব রক্ষক যখন টাকার হিসাব করেন তখন তাকে খুব মনোযোগী হতে হয় । কিন্তু ওই বিষয়ের প্রতি তার কোনো আগ্রহ থাকে না ।
তাই বলতে পারি যে , আগ্রহ মনোযোগ নির্ধারণ করতে পারে , কিন্তু মনোযোগ সবসময় যে আগ্রহ নির্ভর হবে এ কথ বলতে পারি না ।