ইতিহাস

আধুনিক শিল্পের বিকাশে পূর্ব ভারতের ব‌্যর্থতার কারণ

Contents

আধুনিক শিল্পের বিকাশে পূর্ব ভারতের ব‌্যর্থতার কারণ

ভারতের আধুনিক শিল্পায়নে দেশীয় মূলধনের প্রয়ােগ ও সাফল্যের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমের মধ্যে আশ্চর্যজনক বৈপরীত্য লক্ষ করা যায় । পূর্ব ভারতে শিল্পায়নের প্রয়ােজনীয় সমস্ত অনুষঙ্গ থাকা সত্ত্বেও দেশীয় পুঁজি যেখানে আধিপত্য প্রতিষ্ঠায় ব্যর্থ , সেখানে পশ্চিম ভারতে সে এক গৌরবময় সাফল্যের অধিকারী । কেন এমন হল তা নিয়ে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন জাগাই স্বাভাবিক । স্যার যদুনাথ সরকারের  মতে — পূর্ব ভারতীয় ব্যবসায়ীরা জমিতে অর্থ লগ্নি অথবা ব্যাঙ্কিং ব্যাবসার প্রতি বেশি আগ্রহী হওয়ায় শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করতে চাননি ।

https specials images.forbesimg.com dam imageserve 1059738176 960x0.jpg fitscale
আধুনিক শিল্পের বিকাশ

পূর্ব ভারতীয় শিল্পের ব‌্যর্থতার কারণ

বিভিন্ন জন নানাভাবে পূর্ব ভারতে দেশীয় পুঁজির ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করেছেন ।

বাণিজ্য বনাম কৃষি :

বাণিজ্যের প্রতি আগ্রহ ও আকর্ষণের পার্থক্যই এই বৈষম্যের অন্যতম কারণ । পশ্চিম ভারতের পারসি সম্প্রদায় পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ফলে অর্জিত বিপূল মূলধন এদেশের শিল্প-বাণিজ্যে লগ্নি করে । অন্যদিকে শিল্প- বাণিজ্যের পরিবর্তে বাঙালিরা জমিতেই অর্থলগ্নিকে লাভজনক বলে মনে করেন । ড. নরেন্দ্রকৃষ্ণ সিনহার  মতে — চিরস্থায়ী বন্দোবস্তের পর বাঙালি শিল্প – বাণিজ্যের পরিবর্তে জমিতে অর্থলগ্নি করা লাভজনক বলে মনে করে ।

কোম্পানির নীতি :

১৭১৭ খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহের ফরমান জারির পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসী বাণিজ্য নীতি ও দাপটের কাছে পরাজিত হয়ে বাণিজ্যের প্রতি বাঙালির একটা অনীহা এসে যায় । তার  ওপর শ্বেতাঙ্গদের একতা , পারস্পরিক সহযােগিতা ও প্রশাসনের সক্রিয় সাহায্য বাঙালিদের বাণিজ্যিক ক্ষেত্রে আর মাথা তুলতে দেয়নি ।

পশ্চিম ভারত অপেক্ষা পূর্ব ভারতে ইংরেজদের আধিপত্য : 

পশ্চিম ভারতে মারাঠা শক্তির পতনের পরেও দীর্ঘদিন সেখানে দেশীয় রাজ্যগুলি তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল । ফলে সেখানে ইউরােপীয় বণিকদের অনুপ্রবেশ খুব একটা সহজ ছিল না । পারসি , গুজরাতি ও মারাঠি পুঁজিপতি সম্প্রদায়ই পশ্চিম ভারতে শিল্প – বাণিজ্য ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল , কিন্তু ইংরেজদের আধিপত্যের কারণে পূর্ব ভারতে দেশীয় পুঁজির বিকাশ হয়নি ।

উৎপন্ন পণ্যের বাজার :

পূর্ব ভারতের বাণিজ্য পণ্য , বিশেষ করে চা ও পাটজাত দ্রব্যের স্থানীয় বাজার কিছু না থাকায় , বিদেশি বাজারের দিকে তাকিয়ে থাকতে হত । কিন্তু পশ্চিম ভারতে উৎপাদিত বস্ত্রশিল্পকে বিদেশি বাজারের মুখাপেক্ষী হতে হয়নি । সেখানে তাদের একটা স্থানীয় বাজার ছিল ।

যােগাযোগ ব্যবস্থা :

পশ্চিম ভারতে প্রথমদিকে যোগাযােগ ব্যবস্থা অপ্রতুল হলেও রেলপথের প্রসার ঘটলে সেখানে পূর্ব ভারতের তুলনায় অত্যন্ত দ্রুত যােগাযােগ ব্যবস্থা উন্নত হয়ে ওঠে । এই সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিম ভারতের শিল্পপতিগণ পূর্ব ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে যান । ফলে পূর্ব ভারতে দেশীয় পুঁজি পিছিয়ে পড়ে।

উপসংহার

পূর্ব ভারতে দেশীয় পুঁজির বিকাশের অনুকূল পরিবেশ , প্রাকৃতিক সম্পদ , কাঁচামালের জোগান ,  সুলভ শ্রমিক সবই ছিল । তবুও উপরিউক্ত কারণে পশ্চিম ভারতের তুলনায় পূর্ব ভারত আধুনিক শিল্পের বিকাশে পিছিয়ে পড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!