শিখনের সংজ্ঞা দাও
শিখনের সংজ্ঞা দাও
মনোবিজ্ঞানী ম্যাক্গিয়ক ( McGeoch ) বলেছেন , “ অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়াকেই বলে শিখন , ” অর্থাৎ অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়াকেই বলে শিখন । ( “ Learning is the modification of behaviour through experience and training. ) ।
মনোবিজ্ঞানী গার্ডনার মার্কির ( Gardner Murphy ) মতে , “ The term learning , covers the very modification in behaviour to meet environmental requirements . ” অর্থাৎ , পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হল শিখন ।
ক্রো এ্যান্ড ক্লো ( Crow and Crow ) বলেছেন , শিখন হল নতুন পরিস্থিতিতে সংগতি বিধান করার জন্য নতুন কাজ , বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়নধর্মী পরিবর্তন । শিখন , লক্ষ্যে উপনীত হওয়ার আগ্রহেরও তৃপ্তি ঘটায় । ( “ Learning is the acquisition of habits , knowledge and attitudes . It involves new ways of doing things and it operates on an individual’s attempt to overcome obstacles or to adjust to new situations . It represents progressive change in behaviour . It enables him to satisfy interests to attain a goal . ” )
মনোবিদ স্কিনার ( Charles Skinner ) বলেছেন , “ Learning is a process of progressive behaviour adaptation . ”
অর্থাৎ , শিখন হল এমন একটি প্রক্রিয়া যা উন্নত সংগতি বিধানমূলক আচরণ করতে সাহায্য করে ।
যে মানসিক প্রক্রিয়া অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রগতিশীল আচরণগত পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজনে সাহায্য করে , তাই হল শিখন ।
উদাহরণ স্বরূপ বলা যায় সাইকেল চড়া , সাঁতার কাটা , টাইপ করতে শেখা ইত্যাদি ।