শিক্ষা বিজ্ঞান

মন্তেসরি বিদ্যালয়ের কার্যাবলী

Contents

মন্তেসরি বিদ্যালয়ের কার্যাবলী

দার্শনিক এবং শিক্ষাবিদ রুশো , পেস্তালৎসি , ফ্রয়েবেল প্রমুখের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে মাদাম মন্তেসরি এক নতুন ধরনের শিক্ষাপদ্ধতি প্রচলন করেন । মন্তেসরির শিক্ষাপদ্ধতি অনুযায়ী যেসব বিদ্যালয়ে পাঠদান করা হয় তাদের মন্তেসরি বিদ্যালয় বলে । মাদাম মন্তেসরি তাঁর নতুন শিক্ষানীতির বাস্তবায়নের জন্য ‘ কাসা দাই বামবিনি ’ ( Casa Dai Bambini ) নামে একটি বিদ্যালয় স্থাপন করেন । 

‘ কাসা দাই বামবিনি ’ কথাটির অর্থ হল ‘ শিশুদের জন্য গৃহ ’ । মাদাম মন্তেসরি তাঁর শিক্ষা পদ্ধতিতে শিশুদের ইন্দ্রিয় প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন । এখানে যান্ত্রিক পদ্ধতির সহায়তায় শিক্ষাদানের ব্যবস্থা করা হয় ।

যান্ত্রিক কৌশল বা পদ্ধতিগুলিকে বলা হয় ‘ ডাইড্যাকটিক অ্যাপারেটাস ‘ । মন্তেসরি শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য হল বিভিন্ন ধরনের জ্ঞানলাভে শিশুদের উৎসাহ দেওয়া । এই বিদ্যালয়ে যেসব শিক্ষাকার্যের ওপর জোর দেওয়া হয় সেগুলি হল : 

আত্মসক্রিয়তা 

মন্তেসরি শিক্ষা পদ্ধতিতে শিশুর আত্মসক্রিয়তার ওপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয় । এখানে শিশু বিভিন্ন কাজে যুক্ত হয়ে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ পায় । শ্রেণিকক্ষে শিশুর বসার কোনো নির্দিষ্ট আসন থাকে না । সে যেখানে খুশি বসে শিক্ষা গ্রহণ করতে পারে । শিশুদের কতকগুলি বস্তুগত উপাদান দিয়ে দেওয়া হয় , সেগুলির সাহায্যে তারা নিজেরাই বিভিন্ন রকম সমস্যার সমাধান করে । 

স্বাধীন ইচ্ছা 

এই পদ্ধতিতে শিশুদের স্বাধীনতা দেওয়া হয় , যার ফলে তারা আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার সুযোগ পায় । 

ইন্দ্রিয়ের বিকাশ 

এখানে শিশুর ইন্দ্রিয়ের বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া হয় । শিশুরা তাদের ইন্দ্রিয়গুলিকে যাতে সঠিক ভাবে ব্যবহার করতে পারে , সে বিষয়ে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় । 

চরিত্র গঠন 

এই বিদ্যালয়ে শিশুর চরিত্র গঠনের প্রতিও বিশেষ নজর দেওয়া হয় । চরিত্র গঠনের মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে । 

সাধারণ জীবনযাত্রার অনুশীলন 

মাদাম মন্তেসরি তাঁর বিদ্যালয়ে সাধারণ জীবনযাত্রার সাথে জড়িত কিছু কাজের অনুশীলনেরও প্রচলন করেছেন । যেমন কাপড় কাচা , ঘর পরিষ্কার করা , ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য দাঁত মাজা , নখ কাটা , জুতা পরিষ্কার করা ইত্যাদি । 

ব্যায়াম 

সুসামঞ্জস্য দৈহিক বিকাশের জন্য বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ব্যায়াম অনুশীলনের ওপর জোর দেওয়া হয় । 

অন্যান্য কাজ 

মন্তেসরি বিদ্যালয়ে ইন্দ্রিয়ের উৎকর্ষের জন্য প্রকৃতি পর্যবেক্ষণ , গান গাওয়া , বাগান করা , হাতের কাজ , লিখন , পঠন প্রভৃতির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় ।

error: Content is protected !!