শিক্ষা বিজ্ঞান

কারিগরি ও বৃত্তিমুখী শিক্ষার সমস্যা সমাধান

Contents

কারিগরি ও বৃত্তিমুখী শিক্ষার সমস্যা সমাধান

বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি সমাধান করতে গেলে , নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত । 

উপযুক্ত পরিকল্পনা 

পরিকল্পিতভাবে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে । বর্তমানে যেসব ট্রেড বা বিষয়ের চাহিদা বেশি এবং নিকট ভবিষ্যতে যেসব নতুন বিষয় বা ট্রেডের বাজার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে , সেদিকে গুরুত্ব দিতে হবে । বৃত্তির জগতে চাহিদা ও জোগানের সঙ্গে সাযুজ্য রেখে পরিকল্পনা রচিত হবে । 

শিল্প প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন

স্থানীয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলকারখানায় বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরা যাতে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পায় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে । 

উপযুক্ত পরিচালন ব্যবস্থা 

বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে উপযুক্ত পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে হবে । শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যতদূর সম্ভব রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে হবে । 

উপযুক্ত প্রশিক্ষক 

উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা যাতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান তার জন্য উপযুক্ত বেতন কাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ  সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে । 

সরকারি অনুদান 

বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলি যাতে অর্থাভাবে না পড়ে , তার জন্য সরকারকে উক্ত প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় অর্থ সাহায্য করতে হবে । 

সর্বাধুনিক মানের যন্ত্রপাতি 

বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আধুনিক যন্ত্রপাতি ও ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে , প্রয়োজনীয় ল্যাবরেটরি ও অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা যাতে থাকে সে বিষয়ে লক্ষ রাখতে হবে ।

রিফ্রেসার কোর্সের ব্যবস্থা 

বিভিন্ন বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সহযোগী কর্মীদের জন্য বৃত্তিকালীন প্রশিক্ষণের ওপর আরও গুরুত্ব দিতে হবে । যারা উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন তাদের জন্য নৈশকালীন বা আংশিক সময়ের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে । 

সময়োযোগী পাঠক্রম 

বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার জন্য উপযুক্ত পাঠক্রম প্রণয়ন করতে হবে । যুগোপযোগী বিষয়গুলিকে পাঠক্রমে স্থান দিতে হবে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পাঠ্যপুস্তক প্রণয়ন করাতে হবে । 

আঞ্চলিক ভাষায় পাঠদানের ব্যবস্থা 

আঞ্চলিক ভাষায় পাঠ্যপুস্তক রচনার ব্যবস্থা করতে হবে । সর্বাধুনিক তথ্য ও প্রযুক্তির সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীদের যোগাযোগের ব্যবস্থা করতে হবে । 

গবেষণার ব্যবস্থা 

গবেষণার সুযোগ বৃদ্ধি করতে হবে । মেধাবী ছাত্ররা যাতে গবেষণার প্রতি আগ্রহী হয় তার ব্যবস্থা করতে হবে । তাদের যথেষ্ট পরিমাণে বৃত্তি দিতে হবে । 

মহিলাদের অংশ গ্রহণ বৃদ্ধি 

কেবলমাত্র মহিলাদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান স্থাপন করতে হবে ।

কর্মসংস্থান 

বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।  

বেসরকারি সহযোগিতা 

বিভিন্ন বেসরকারি শিল্পের মালিকগণ যাতে নিজেদের প্রয়োজনে এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে সে বিষয়ে দৃষ্টি দিতে হবে ।

error: Content is protected !!