সাধারণধর্মী শিক্ষার উপযোগিতা 

সাধারণধর্মী শিক্ষার উপযোগিতা 

[ 1 ] সাধারণ শিক্ষা মানুষের মধ্যে প্রাথমিক জ্ঞানের কাঠামো প্রস্তুত করে । 

[ 2 ] এই শিক্ষা মানুষের চিন্তন ক্ষমতা , কল্পনা শক্তি , বিশ্লেষণ ক্ষমতা প্রভৃতির বিকাশ ঘটায় । 

[ 3 ] এটি মানুষের মধ্যে সু-অভ্যাস গড়ে তোলে । 

[ 4 ] এটি ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশে সহায়ক হয় । 

[ 5 ] এই শিক্ষা মানুষকে বিভিন্ন ধরনের সামাজিক রীতিনীতি , সামাজিক প্রথা এবং সমাজ-সংস্কৃতি বিষয়ে জ্ঞানদান করে । 

[ 6 ] এই শিক্ষা মানুষের মধ্যে মূল্যবোধ গড়ে তোলে । মানুষকে চরিত্রবান ও হৃদয়বান হতে সাহায্য করে । 

[ 7 ] এটি মানুষকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে । 

[ 8 ] এটি মানুষকে জগৎ এবং জীবন সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞানদান করে । 

[ 9 ] এই শিক্ষা মানুষের নানা ধরনের চাহিদার পরিতৃপ্তি ঘটাতে সাহায্য করে । 

[ 10 ] এটি মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করে । সাধারণধর্মী শিক্ষা মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রাথমিক জ্ঞান সরবরাহ করে থাকে । তাই এই ধরনের শিক্ষা পৃথিবীর প্রায় সব দেশেই জনপ্রিয় হয়েছে । 

error: Content is protected !!