ইতিহাস

ভারতে শিল্পায়নে ব্রিটিশ পুঁজির সাফল্যের কারণ

Contents

ভারতে শিল্পায়নে ব্রিটিশ পুঁজির সাফল্যের কারণ

ব্রিটিশ পুঁজিপতিদের কাছে ভারতের মতাে বিশাল উপনিবেশ ছিল অর্থ বিনিয়ােগের সেরা ক্ষেত্র। মূলধন বিনিয়ােগের ক্ষেত্রে যে পরিকাঠামাে বা পরিবেশের প্রয়ােজন তার সবরকম শর্তই এদেশে মজুত ছিল । নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন – এর মতে — প্রাথমিক পর্বে লাভের হিসাব করে ব্রিটিশ পুঁজিপতিরা চা , কফি , কয়লা , পাটকলে মূলধন বিনিয়ােগ করেছিল । ভারতে আধুনিক শিল্পের বিকাশে ব্রিটিশ পুঁজির সাফল্যের পিছনে কতকগুলি কারণ কাজ করেছিল —

cotton industry 2800x1440 1
ব্রিটিশ পুঁজির সাফল্য

মূলধনের জোগান

এদেশে ব্রিটিশ তথা ইউরােপীয় মূলধনের আধিপত্য ছিল একচেটিয়া , অন্যদিকে ভারতীয় মূলধনের পরিমাণ ছিল অত্যন্ত সীমিত ।

ব্যাবসায়িক বুদ্ধি

ব্রিটিশের ব্যাবসায়িক বুদ্ধিই তাদের সাফল্যের অন্যতম কারণ । এদেশে বৃহৎ শিল্পের বিকাশ তাে দুরের কথা , কৃষি প্রধান ভারতবর্ষে কৃষি নির্ভর শিল্পের বিকাশেরও কোনাে চেষ্টা তারা করেনি । কেবলমাত্র ভােগ্যপণ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের বিকাশেই পুঁজি বিনিয়ােগ করে অন্য সমস্ত ক্ষেত্রে ভারতকে তারা ইংল্যান্ডের ওপর নির্ভরশীল করে তােলে ।

উপযুক্ত পরিবেশ

এদেশের সুলভ কাঁচামাল , বিশাল খােলা বাজার ও কম মজুরিতে প্রচুর শিল্প – শ্রমিক ব্রিটিশ মূলধনের সাফল্যকে নিশ্চিত করে দেয় ।

প্রশাসনিক সাহায্য

এদেশে শিল্প স্থাপনের জন্য ইংরেজ সরকার ব্রিটিশ পুঁজিপতিদের নানারকম সরকারি সুবিধা ও সমর্থন দিত । সরকারের প্রত্যক্ষ মদত ব্রিটিশ পুঁজির সাফল্যের সহায়ক হয় ।

ব্যাংক ঋণের সুবিধা

ব্রিটিশ পুঁজির সাফল্যের আরও একটা কারণ হল , শিল্প স্থাপনের জন্য ইংরেজদের যেভাবে কম সুদে ব্যাংক – ঋণ দেওয়া হত , ভারতীয়দের ব্রিটিশরা কোনােদিনই এরকম ব্যাবসায়িক সুবিধা দেয়নি ।

উপসংহার

উপযুক্ত শিল্প পরিকাঠামাে ও পরিবেশ দেখে ব্যাংক , এজেন্ট ও বিমা সংস্থাগুলি ব্রিটিশ শিল্পপতিদের সহজ শর্তে মূলধন জোগান দিলে নিজেদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ব্রিটিশ পুঁজি সাফল্য লাভ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!