শিক্ষা বিজ্ঞান

দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য ভারত সরকারের পদক্ষেপ

দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য ভারত সরকারের পদক্ষেপ

প্রয়োজনের তুলনায় অতি নগণ্য হলেও আমাদের দেশে সরকারের পক্ষ থেকে দৃষ্টিহীন ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কতকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে । যেমন— 

[ 1 ] দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কেন্দ্রীয় সরকার বৃত্তিদানের ব্যবস্থা গ্রহণ করেছে । 

[ 2 ] দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে অর্থ ব্যয় করবে তার ৭৫ % অর্থ . সরকারি অনুদান হিসেবে মঞ্জুর করার নীতি গ্রহণ করা হয়েছে । 

[ 3 ] দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং ‘ ব্রেইল ’ সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে জাতীয় গ্রন্থাগার স্থাপন করা হয়েছে । বিভিন্ন দৃষ্টিহীন বিদ্যালয়ে ব্রেইল সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে । 

[ 4 ] আমাদের দেশের দৃষ্টিহীন ছেলেমেয়েদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাষায় ‘ ভারতী ব্রেইল ’ রচনা করার ব্যবস্থাও করেছে । এর জন্য বিশেষ গবেষণা সংস্থার সাহায্য নেওয়া হয়েছে । 

[ 5 ] দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বর্তমানে ভারতে তিনটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে । সেখান থেকে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করলে ব্লাইন্ড স্কুলে শিক্ষাদানের কাজ করা যায় ।

ওই তিনটি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে একটি দিল্লিতে , একটি মুম্বাই-এ এবং আর একটি পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে অবস্থিত । 

[ 6 ] দৃষ্টিহীন মানুষদের মধ্যে যারা বিশেষ শিক্ষণ প্রাপ্ত , তাদের জন্য শারীরিক প্রতিবন্ধী নিয়োগ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন কাজে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে । এর জন্য Employment Bureau তৈরি করা হয়েছে । চাকরিতে ২ % প্রতিবন্ধীকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । 

[ 7 ] এ ছাড়া সমন্বয়িত শিক্ষার মাধ্যমে দৃষ্টিহীন ছেলেমেয়েরা যাতে সাধারণ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে পারে , তার ব্যবস্থা নেওয়া হয়েছে । যদিও এতে ঠিকমতো সাড়া পাওয়া যায়নি । 

[ 8 ] আমাদের দেশে প্রতি বছর ১৫ ই মার্চ দিনটি পালন করা হয় প্রতিবন্ধী দিবস হিসেবে ।

error: Content is protected !!