ব্যাহত দৃষ্টি সম্পন্ন কাকে বলে 

ব্যাহত দৃষ্টি সম্পন্ন কাকে বলে 

যেসব মানুষের দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষের দৃষ্টিশক্তির তুলনায় দুর্বল অথবা যারা চোখে দেখতে পায় না তাদের বলা হয় ব্যাহত দৃষ্টি সম্পন্ন ।

আমেরিকায় যে সমস্ত মানুষ স্বাভাবিক দৃষ্টি সম্পন্নদের তুলনায় ১/১০ ভাগেরও কম দেখে তাদের ব্যাহত দৃষ্টি সম্পন্ন বলা হয় । আবার ফ্রান্সে যেসব মানুষের দৃষ্টি স্বাভাবিক মানুষের দৃষ্টিশক্তির তুলনায় ১/২০ ভাগের কম , তাদের ব্যাহত দৃষ্টি সম্পন্ন গোষ্ঠীর মধ্যে ফেলা হয় । 

আন্তর্জাতিক দৃষ্টিহীনতা নিবারণী সংস্থার মতে ব্যাবহারিক দিক থেকে যে ব্যক্তির দৃষ্টিশক্তি স্বাভাবিক দৃষ্টিশক্তির ১/২০ ভাগের কম বা যে ব্যক্তি দেড় মিটার দূরত্ব থেকেও আঙুল গুনতে পারে না , তাকে ব্যাহত দৃষ্টি সম্পন্ন বলা হয় । 

শিক্ষাগত দিক থেকে সেইসব ছেলেমেয়েকে ব্যাহত দৃষ্টি সম্পন্ন বলা হয় , যাদের দৃষ্টিশক্তি এতটাই ত্রুটি যুক্ত যে তাদের দর্শন ভিত্তিক পদ্ধতিতে শিক্ষাদান করা যায় না । ব্যাহত দৃষ্টি সম্পন্নদের দুটি শ্রেণিতে ভাগ করা যায় । যথা– ( i ) সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন বা অন্ধ এবং [ ii ] আংশিক দৃষ্টি সম্পন্ন ।

যেসব শিশু পড়াশোনার জন্য ব্রেইল প্রণালীর সাহায্য নিতে বাধ্য হয় , তাদের বলা হয় সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন । আর যেসব শিশুর দৃষ্টিশক্তি স্বাভাবিক শিশুর তুলনায় দুর্বল এবং যারা বড়ো হরফের ছাপানো লেখা পড়তে পারে কিংবা বিশেষ পরিস্থিতিতে কিছু কিছু সাধারণ হরফের লেখাও পড়তে পারে , তাদের বলা হয় আংশিক দৃষ্টি সম্পন্ন । 

মনোবিদ লোয়েনফেল্ড ব্যাহত দৃষ্টি সম্পন্নদের চারটি শ্রেণিতে ভাগ করেছেন । যথা— 

( i ) জন্মসূত্রে সম্পূর্ণ দৃষ্টিহীন , 

( ii ) পাঁচ বছরের পর সম্পূর্ণ দৃষ্টিহীন , 

( iii ) জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন এবং 

( iv ) অর্জিত আংশিক দৃষ্টিহীন ।

error: Content is protected !!