ইতিহাস

ভারতে শিল্পায়নের সামাজিক প্রভাব

Contents

ভারতে শিল্পায়নের সামাজিক প্রভাব

ঔপনিবেশিক অর্থনীতির মূল কথাই হল শােষণ । তাই নিজেদের স্বার্থেই ইংরেজ শাসকরা ভারতে স্বাধীন পুঁজি বিকাশের পথ রুদ্ধ করে দিতে চেয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি । ব্রিটিশ পুঁজিতে আধুনিক শিল্পায়ন শুরু হলে ভারতীয়  পুঁজিপতিরা নানা উদ্যোগ নিতে থাকে । ফলে ভারতীয় জনজীবনে ব্যাপক পরিবর্তন আসে ।

124
শিল্পায়নের সামাজিক প্রভাব

বণিক সম্প্রদায়ের হাতে নেতৃত্ব

উনিশ শতকের দ্বিতীয়ার্ধে পারসি , গুজরাতি ও মাড়ােয়ারি বণিক সপ্রদায়ের নেতৃত্বে ভারতীয় পুঁজির বিকাশ ঘটলে স্থবির কৃষিভিত্তিক ভারতীয় অর্থনীতি গতিশীল ও প্রাণচঞ্চল হয়ে ওঠে । ভারতের অর্থনৈতিক কার্যকলাপ সুসংবদ্ধ রুপ পায় ।

নতুন দুটি শ্রেণির উদ্ভব

শিল্পায়ন ভারতীয় সমাজের শ্রেণিবিন্যাসকেই পালটে দেয় , জন্ম হয় দুটি নতুন শ্রেণীর পুঁজিপতি বনিকশ্রেণিআধুনিক শ্রমিকশ্রেণি । উল্লেখযােগ্য যে , পুঁজিপতি শ্রেণির অন্তর্গত ভারতীয়দের সংখ্যা স্বল্প হলেও এরাই কিন্তু ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন । ভারতে শিল্প ও পুঁজির বিকাশের অনুকূল পরিবেশ গড়ে তােলার জন্য এরা সরকারের বিভিন্ন নীতির সমালােচনা ও পরিবর্তনের দাবি জানাতে থাকেন । পাশাপাশি আধুনিক সমাজকে রক্ষা করতে আধুনিক শ্রমিকশ্রেণির ভূমিকাও ছিল অপরিসীম ।

নতুন আধুনিক নগরের সৃষ্টি

ভারতের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা শিল্পাঞ্চলগুলিকে ভিত্তি করে নতুন নতুন  আধুনিক নগরের পত্তন হতে থাকে । কালক্রমে ওইসব নগর সামাজিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ।

সর্বভারতীয় চেতনার বিকাশ

নতুন শিল্পাঞ্চল ও নগরগুলিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পারস্পরিক কৃষ্টি ও সংস্কৃতির আদানপ্রদানের ফলে সেখানে একটা সর্বভারতীয় চেতনা গড়ে ওঠে । এইভাবে আধুনিক শিল্পায়ন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবােধ জাগাতেও সাহায্য করে ।

উপসংহার

উনিশ শতকের দ্বিতীয়ভাগ থেকে ভারতীয় সমাজের উন্নয়ন অনেকটাই শিল্পায়নের ওপর নির্ভরশীল হয়ে ওঠে । কিন্তু শিল্পায়নের অনিবার্য ফলশ্রুতি হিসেবে ভারতীয় সমাজ ব্যবস্থায় শিল্পপতি ও শ্রমিক শ্রেণির মধ্যেকার বৈষম্যও স্পষ্টরূপে ফুটে ওঠে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!