প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা
Contents
প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা
প্রতিবন্ধী শিশুরা বেশির ভাগ ক্ষেত্রেই স্বাভাবিক শিশুদের মতো সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে না । উপযুক্ত শিক্ষার অভাবে সবদিক থেকেই তারা পিছিয়ে পড়ে । অথচ তারা আমাদের সমাজেরই একটি অংশ । তাদের মধ্যে শিক্ষার যথাযথ বিকাশ না ঘটলে দেশ এবং জাতির সার্বিক উন্নয়ন সম্ভব হয় না , গণতান্ত্রিক শিক্ষার আদর্শ ব্যাহত হয় । তাই এদের শিক্ষার বিশেষ দায়িত্ব সমাজকে গ্রহণ করতে হবে । প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তাগুলি হল :
আত্মবিশ্বাস গড়ে তোলা
প্রতিবন্ধী শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য শিক্ষা বিশেষ প্রয়োজন ।
হীনম্মন্যতা দূরীকরণ
প্রতিবন্ধী শিশুদের মধ্যে থেকে হীনম্মন্যতা দূর করার জন্য উপযুক্ত শিক্ষার প্রয়োজন ।
সামঞ্জস্য বিধানে সহায়তা
প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক মানুষের সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারে না । তারা ধীরে ধীরে নিজেদের দূরে সরিয়ে নেয় । উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করলে তারা সমাজের মূল স্রোতে মিশতে পারে , অন্য সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বিধানে সফল হয় ।
প্রেরণা সৃষ্টি করা
প্রতিবন্ধী শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করলে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায় । তাই তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করার জন্য শিক্ষার প্রয়োজন হয় ।
মানসিক চাহিদা পূরণে সহায়তা
প্রতিবন্ধী শিশুদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মানসিক চাহিদা পূরণ করা প্রয়োজন , সেই কারণেও শিক্ষা অপরিহার্য ।
শারীরিক চাহিদা পূরণে সহায়তা
প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক ক্ষমতা , চাহিদা ও সম্ভাবনা অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের বিকাশ ঘটানোর জন্য শিক্ষার প্রয়োজন হয় ।
প্রাক্ষোভিক চাহিদা পূরণে সহায়তা
প্রতিবন্ধী শিশুরা বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক প্রাক্ষোভিক আচরণ করে । তারা কথায় কথায় রেগে যায় এবং উত্তেজিত হয়ে পড়ে । শিক্ষাই তাদের প্রাক্ষোভিক চাহিদা পূরণ করতে এবং সঠিক আচরণে সহায়তা করতে পারে ।
বিশেষ ক্ষমতার ব্যবহার
কোনো একটি দিকে প্রতিবন্ধী শিশুর অধিক ক্ষমতার পরিচয় পেলে সেই ক্ষমতার বিকাশে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন ।
বৃত্তিগত পুনর্বাসন
প্রতিবন্ধীদের ক্ষমতা অনুযায়ী বৃত্তির ব্যবস্থা করতে হবে । এর জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন ।
বাধ্যতামূলক শিক্ষা
সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট শিক্ষাস্তর পর্যন্ত সকলকেই বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা