শিক্ষা বিজ্ঞান

গান্ধীজীর মতে শিক্ষার লক্ষ্য

গান্ধীজীর মতে শিক্ষার লক্ষ্য

গান্ধীজীর মতে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হল শিক্ষার্থীর আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটানো । তাঁর মতে সত্যের উপলব্ধি এবং অহিংসার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি মানুষের অন্তঃসত্তার পরিপূর্ণ বিকাশ সম্ভব । গান্ধীজী শিক্ষার লক্ষ্য হিসেবে যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন , সেগুলি হল : 

[ 1 ] ব্যক্তির অন্তর্নিহিত নৈতিক , মানসিক , আধ্যাত্মিক সত্তার যথাযথ বিকাশ সাধন । 

[ 2 ] শিক্ষার্থীকে স্বনির্ভর এবং সাবলম্বী করে তোলা । 

[ 3 ] শিক্ষার মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা । 

[ 4 ] শিক্ষা ব্যবস্থাকে স্বনির্ভর করে তোলা । 

[ 5 ] শিক্ষার্থীর মধ্যে কায়িক শ্রমের প্রতি মর্যাদা জাগিয়ে তোলা । 

[ 6 ] দেশের জন্য উৎপাদনশীল নাগরিক গড়ে তোলা । 

[ 7 ] শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস , সংযম প্রভৃতি গুণের বিকাশ ঘটিয়ে সুচরিত্র গঠনে সহায়তা করা । 

[ 8 ] ঈশ্বরকে উপলব্ধি করার পন্থা হিসেবে শিক্ষার্থীদের মধ্যে আত্মোপলব্ধি জাগানো । 

[ 9 ] ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো । 

[ 10 ] শ্রেণিহীন , শোষণহীন সমাজ গড়ে তোলা । ওপরের বিষয়গুলির পরিপ্রেক্ষিতে বলা যায় , গান্ধীজীর মতে শিক্ষার লক্ষ্য হল আত্মসংযমের মধ্য দিয়ে শিক্ষার্থীর চরিত্র গঠন করা , শ্রমের প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা , শিক্ষার্থীকে স্বনির্ভর করা এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন , পার্থিব জগতের উপযোগী হৃদয়বান মানুষ সৃষ্টি করা ।

error: Content is protected !!