প্রাথমিক শিক্ষায় বর্ণপরিচয়ের গুরুত্ব
প্রাথমিক শিক্ষায় বর্ণপরিচয়ের গুরুত্ব
বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার বিকাশের জন্য অনেকগুলি পুস্তক রচনা করেন । তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘ বর্ণপরিচয় ‘ । বাংলা ভাষা বলা ও লেখার পদ্ধতি প্রকরণ সম্বন্ধে বিদ্যাসাগরের সুচিন্তার ফলই হল ‘ বর্ণপরিচয় ‘ । বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দের ১৩ ই এপ্রিল এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দের ১৪ ই জুন । বাংলা ভাষার সরলীকরণের উদ্দেশ্যেই তিনি প্রথম খণ্ড প্রকাশ করেন কয়েকটি অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে । তিনি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ব্যবহার অনেক সরল করেন । দ্বিতীয় ভাগে আছে সংযুক্ত বর্ণের ব্যবহার ।
বিদ্যাসাগর এদেশের প্রাথমিক শিক্ষার দুর্দশার কথা উপলব্ধি করে একদিকে যেমন কর্তৃপক্ষের কাছে গণশিক্ষার প্রসার , প্রাথমিক বিদ্যালয় স্থাপন , শিক্ষক-শিক্ষণ ব্যবস্থা প্রণয়ন প্রভৃতির জন্য সুপারিশ করেন , অন্যদিকে বর্ণপরিচয় সহ বিভিন্ন ধরনের প্রাথমিক স্তরের শিশুদের উপযোগী পাঠ্য পুস্তক রচনা করেও প্রাথমিক শিক্ষাকে গণশিক্ষার রূপ দিতে চেষ্টা করেন ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা