কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র

কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র

ভাষা শিক্ষা বিষয়ে কোঠারি কমিশন কতকগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে । কমিশনের মতে শিক্ষার বাহন হবে মাতৃভাষা । বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রে মাতৃভাষাকেই গুরুত্ব দিতে হবে । 

কমিশন শিক্ষায় ত্রিভাষা সূত্র সুপারিশ করেছে । ত্রিভাষা বলতে বোঝায়—

[ 1 ] মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা , 

[ 2 ] সরকারি ভাষা ( হিন্দি ) বা সহকারী সরকারি ভাষা ( ইংরেজি ) , 

[ 3 ] একটি আধুনিক ভারতীয় ভাষা বা আধুনিক বিদেশি ভাষা যা মাতৃভাষা – আঞ্চলিক ভাষা বা সরকারি ভাষা – সহকারী সরকারি ভাষাতে অন্তর্ভুক্ত নয় ।

কমিশন প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ভাষা শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলি করেছে তা হল— 

[ 1 ] নিম্নপ্রাথমিক স্তরে ( I – IV ) শিক্ষার্থীরা একটি মাত্র ভাষা শিখবে । সেটি হল মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা । 

[ 2 ] উচ্চপ্রাথমিক স্তরে ( V – VII ) শিক্ষার্থীরা দুটি ভাষা শিখবে । যথা — মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা , এবং ইংরেজি বা হিন্দি ভাষা । 

[ 3 ] নিম্নমাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা তিনটি ভাষা শিখবে — মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা , হিন্দি ও ইংরেজি । যাদের মাতৃভাষা হিন্দি তারা যে কোনো একটি ভারতীয় ভাষা শিখবে । এ ছাড়া ঐচ্ছিক ভাষা হিসেবে ছাত্রছাত্রীরা চতুর্থ ভাষাও গ্রহণ করতে পারে । 

[ 4 ] মাধ্যমিক স্তরে ( VIII – X ) শিক্ষার্থীরা তিনটি ভাষা শিখবে— ( i ) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা , [ ii ] সরকারি ভাষা বা সহকারী সরকারি ভাষা , [ iii ] একটি আধুনিক ভারতীয় ভাষা বা আধুনিক বিদেশি ভাষা যা ( i ) ও ( ii ) এর অন্তর্ভুক্ত নয় । 

[ 5 ] উচ্চমাধ্যমিক স্তরে ( XI – XII ) দুটি ভাষা শিখবে । এই দুটি ভাষার মধ্যে থাকবে যে কোনো একটি আধুনিক ভারতীয় ভাষা , আধুনিক বিদেশি ভাষা কিংবা প্রাচীন ভাষা । জাতীয় সংহতির ক্ষেত্রে কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র সমর্থনযোগ্য । তবে সংস্কৃত ভাষা শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল ।

error: Content is protected !!