শিক্ষা বিজ্ঞান

স্ত্রী শিক্ষা প্রসারে কোঠারি কমিশনের অভিমত 

স্ত্রী শিক্ষা প্রসারে কোঠারি কমিশনের অভিমত 

স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে কোঠারি কমিশন কতকগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে । কমিশন লক্ষ করে যে , মেয়েদের শিক্ষা গ্রহণের হার ছেলেদের তুলনায় খুবই কম । তাই নিম্নমাধ্যমিক স্তরে মেয়েদের শিক্ষার প্রতি কমিশন বিশেষ গুরুত্ব দেয় । স্ত্রীশিক্ষা প্রসারে কমিশনের অভিমত নীচে উল্লেখ করা হল : 

[ 1 ] কমিশন মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় গড়ার সুপারিশ করে । কমিশন আরও সুপারিশ করে যে , যদি আর্থিক কারণে বা স্থানাভাবে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় নির্মাণ করা না যায় , তাহলে বিদ্যালয়ে কিছু শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীর ব্যবস্থা করতে হবে । 

[ 2 ] মেয়েদের শিক্ষার উন্নতি করার জন্য ছাত্রাবাসের ব্যবস্থা করতে হবে । যেসব ছাত্রীর বাড়ি বিদ্যালয় থেকে অনেক দূরে , তারা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করবে । 

[ 3 ] অধিক সংখ্যক ছাত্রীকে শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য বৃত্তি বা স্কলারশিপের ব্যবস্থা করতে হবে । 

[ 4 ] কমিশন মেয়েদের জন্য আংশিক সময়ের শিক্ষা এবং বৃত্তিমুখী শিক্ষারও সুপারিশ করেছে । যেসব মহিলা বাড়ির কাজের জন্য পুরো সময়ের শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের জন্য আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা করতে হবে । যে সমস্ত মেয়েরা আর্থিক দুরবস্থার কারণে মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই বৃত্তিমুখী শিক্ষা গ্রহণে আগ্রহী হয় , তাদের জন্য বৃত্তিমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে ।

error: Content is protected !!