নবোদয় বিদ্যালয় কাকে বলে

নবোদয় বিদ্যালয় কাকে বলে

জাতীয় শিক্ষা নীতি ১৯৮৬ এর অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল নবোদয় বিদ্যালয় ( Nabodaya Vidyalaya ) বা মডেল স্কুল ( Model School ) প্রতিষ্ঠা করা । এর প্রধান উদ্দেশ্য হল সামাজিক ন্যায় ও সমতাসহ উন্নত শিক্ষার ব্যবস্থা করা । এর জন্য সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করে তাদের ক্ষমতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর যাবতীয় ব্যবস্থা করতে হবে । 

আর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সমৃদ্ধ পাঠক্রম ও উন্নত পাঠদানের কার্যকারিতা প্রদর্শন করা । প্রতিভাবান শিক্ষার্থীদের প্রতিভার বিকাশের জন্য সমস্তরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করাই হল এই বিদ্যালয়ের লক্ষ্য । ভারতের প্রত্যেকটি জেলায় অন্তত একটি করে নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলা হয় । 

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় ভারতে মোট ৪৩২ টি জেলায় একটি করে মডেল স্কুল বা নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয় । আরও বলা হয় , এই ধরনের বিদ্যালয়ে ৩০০ জনের বেশি ছাত্র থাকবে না , একটি মডেল বিদ্যালয় স্থাপনে প্রায় দুই কোটি টাকা খরচ হবে । 

নবোদয় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য 

[ 1 ] নবোদয় বিদ্যালয়গুলি আবাসিক , অবৈতনিক ও সহশিক্ষামূলক । বিনামূল্যে হোস্টেলে থাকার ব্যবস্থা আছে ।  

[ 2 ] গ্রামাঞ্চল থেকে আসা শিশু এবং বালিকাদের জন্য ৭৫ শতাংশ আসন , তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে শতকরা ১৫ এবং ৭ শতাংশ আসন সংরক্ষিত । 

[ 3 ] জেলা ভিত্তিক জাতীয় পরীক্ষার মাধ্যমে ছাত্র ভরতি নেওয়া হয় । NCERT প্রশ্ন করে এবং সারা দেশে পরীক্ষা পরিচালনা করে । 

[ 4 ] প্রতিটি শিক্ষার্থীকে এই বিদ্যালয়ে পড়ার সময়ে একটি আঞ্চলিক ভাষা , হিন্দি এবং ইংরেজি – মোট তিনটি ভাষা শিখতে হয় ।

[ 5 ] নবম শ্রেণি থেকে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি বা হিন্দিকে গ্রহণ করতে হয় । 

[ 6 ] এই বিদ্যালয়ে সারা বছর ধরে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন করা হয় । 

[ 7 ] এই ধরনের বিদ্যালয়ে সর্বভারতীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয় । 

[ 8 ] এই ধরনের বিদ্যালয়ে কলা , বিজ্ঞান , বাণিজ্য ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা আছে । 

[ 9 ] এই বিদ্যালয়গুলি পরিচালিত হয় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের দ্বারা ( CBSE ) । 

[ 10 ] এই বিদ্যালয়গুলির পাঠক্রম রচনার দায়িত্বে থাকে NCERT । 

নবোদয় বিদ্যালয়কে সমস্ত দিক দিয়ে প্রত্যেক জেলার কাছে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে । এখানে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হয় । অন্যান্য বিদ্যালয়ের কাছে এগুলি পথপ্রদর্শক স্বরূপ ।

error: Content is protected !!