কোঠারি কমিশনের শিক্ষা কাঠামো 

কোঠারি কমিশনের শিক্ষা কাঠামো 

কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা স্তরের একটি কাঠামো স্থির করে । কমিশনের মতে প্রাক প্রাথমিক স্তরটি হবে তিন বছরের । নিম্ন প্রাথমিক শিক্ষা স্তরটি চলবে চার বছরের জন্য । উচ্চ প্রাথমিক শিক্ষাস্তরটি হবে চার বছরের জন্য । অষ্টম শ্রেণিতে গিয়ে স্তরটি শেষ হবে । নিম্ন মাধ্যমিক শিক্ষার স্তরটি দু-বছরের । উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরের ক্ষেত্রে শিক্ষার্থীরা দু-বছর পড়বে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠক্রম । নীচে কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষাস্তরের কাঠামোটি সারণির সাহায্যে দেখানো হল :

শিক্ষার স্তরশ্রেণীর নামশিক্ষার্থীর বয়স
প্রাক প্রাথমিক শিক্ষাকেজি ওয়ান কেজি টু কেজি থ্রি3+ 4+ 5+
নিম্ন প্রাথমিক শিক্ষাপ্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ6+ 7+ 8+ 9+
উচ্চ প্রাথমিক শিক্ষাপঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম10+ 11+ 12+ 13+
নিম্ন মাধ্যমিক শিক্ষানবম দশম14+ 15+
উচ্চমাধ্যমিক শিক্ষাএকাদশ দ্বাদশ16+ 17+

error: Content is protected !!