কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
Contents
কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
কম্পিউটারের বৈশিষ্ট্যগুলির জন্য বর্তমানে সারা বিশ্বে এটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে । শিক্ষা থেকে শুরু করে ব্যাবসা বাণিজ্য , এমনকি পারিবারিক জীবনে চিত্ত বিনোদনের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে । কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল :
গতিশীলতা এবং ভ্রমশূন্যতা
এটি অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে কাজ করতে পারে । প্রতি সেকেন্ডে প্রায় দশ লক্ষেরও বেশি নির্দেশ পালন করতে বা হিসাব কষতে পারে ।
তথ্য ও পরিসংখ্যান সঞ্চয়
কম্পিউটার তার হার্ডডিস্কে বিপুল তথ্য সংরক্ষণ করতে পারে । এ ছাড়া প্রয়োজন মতো অতি দ্রুত তা সরবরাহ করতেও পারে ।
সংযোগ
অনেকগুলি কম্পিউটারকে লোকাল এরিয়া নেটওয়ার্কের ( LAN ) মাধ্যমে যুক্ত করে একই তথ্যের ভিত্তিতে নানা ধরনের গণনা বিভিন্ন কম্পিউটারে করা যায় ।
কার্যক্ষমতা
যান্ত্রিক ত্রুটি না ঘটলে কম্পিউটার অবিরাম নিখুঁতভাবে কাজ করে যেতে পারে ।
সঞ্চয় ও কাঙ্ক্ষিত তথ্যের পুনরুত্থাপন
কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন তথ্য , গ্রাফ ইত্যাদি মেমরিতে সঞ্চয় করা যায় এবং ইচ্ছানুসারে ওই তথ্যকে সেখান থেকে পুনরুদ্ধার করে ক্রমবিন্যস্তও করা যায় ।
স্বল্প স্থান
বিপুল তথ্য কম্পিউটারের স্বল্প স্থানের মধ্যে সংরক্ষণ করা যায় ।
মিথস্ক্রিয়া
কম্পিউটারের সঙ্গে মিথস্ক্রিয়াকালে কম্পিউটার তার সফটওয়্যারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে , ফলে ব্যবহারকারী সেগুলিকে প্রয়োগ করার উৎসাহ পায় ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা