কম্পিউটার ও ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য 

কম্পিউটার ও ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য 

গণনার কাজে ব্যবহৃত অতি সাধারণ জনপ্রিয় যন্ত্র হল ক্যালকুলেটর । অন্যদিকে অতি জটিল আশ্চর্য ক্ষমতা সম্পন্ন যন্ত্র হল কম্পিউটার । নীচে দুটি যন্ত্রের কাজের তুলনা করা হল :

কম্পিউটারের কাজ 

1. কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় মাউস , কীবোর্ড প্রভৃতি ইনপুট ডিভাইসের সহায়তায় ।

2. কম্পিউটারে ফলাফল জানা যায় মনিটরে চোখ রেখে , প্রিন্টারের সাহায্যে ফলাফল প্রকাশ করে , স্পিকারের সাহায্যে ইত্যাদি । 

3. কম্পিউটারে তথ্য সঞ্চয়ের ক্ষমতা অনেক বেশি । 

4. কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের গতি অত্যন্ত দ্রুত । 

5. কম্পিউটারে অসংখ্য তথ্য একসঙ্গে নিয়ে নির্ভুল ভাবে কাজ করা যায় । 

6. কম্পিউটার থেকে প্রাপ্ত ফলাফলকে অতি অল্প সময়ের মধ্যে প্রিন্টারের সাহায্যে কাগজে ছাপানো যায় ।

ক্যালকুলেটরের কাজ 

1. ক্যালকুলেটরে তথ্য প্রবেশ করানো হয় বিভিন্ন বাটনের ওপর আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে । 

2. ক্যালকুলেটরে ফলাফল জানা যায় কেবল তার ভিস্যুয়াল ডিসপ্লে ইউনিটে চোখ রাখলে । 

3. ক্যালকুলেটরের তথ্য সঞ্চয়ের ক্ষমতা খুবই কম । 

4. ক্যালকুলেটরে তথ্য প্রক্রিয়াকরণের গতি খুবই ধীর । 

5. ক্যালকুলেটরে অনেকগুলি তথ্য নিয়ে একসঙ্গে কাজ করা যায় না ।

6. ক্যালকুলেটর থেকে প্রাপ্ত ফলাফলকে কাগজে ছাপানো যায় না ।

error: Content is protected !!