কম্পিউটারের ইনপুট ডিভাইস এর কাজ
কম্পিউটারের ইনপুট ডিভাইস এর কাজ
কীবোর্ড : এটির সাহায্যে টাইপ করে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় ।
মাউস : এটির সাহায্যে পয়েন্টার বা কারসারকে স্ক্রিনের উপযুক্ত জায়গায় এনে বাটন টিপে তথ্য প্রবেশ করানো হয় ।
ট্র্যাক বল : এটির মাধ্যমে পয়েন্টার বা কারসারকে স্ক্রিনের উপযুক্ত জায়গায় এনে পায়ের আঙুলের সাহায্যে বাটন টিপে তথ্য পাঠানো হয় ।
টাচ প্যাড : এটির সাহায্যে ল্যাপটপ কম্পিউটারে পয়েন্টার বা কারসারকে সরিয়ে এনে বাটনে চাপ দিয়ে তথ্য প্রবেশ করানো হয় ।
স্ক্যানার : এটি কাগজে আঁকা ছবি বা লেখার ওপর দাগের প্রতিটি বিন্দুর সংকেত প্রত্যক্ষভাবে কম্পিউটারের মধ্যে পাঠায় ।
মাইক্রোফোন : এটি যে কোনো শব্দকে কম্পিউটারের বোঝার মতো ভাষায় অনুবাদ করে কম্পিউটারের মধ্যে প্রবেশ করায় ।
বার কোড রিডার ( BCR ) : এই যন্ত্র বিভিন্ন দ্রব্যের প্যাকেটের ওপরে সরু বা মোটা বারকোডগুলিকে পড়ে এবং দাগের অর্থ কম্পিউটারকে জানতে সাহায্য করে ।
অপটিক্যাল ক্যারেক্টার রিডার ( OCR ) : এই ইনপুট ডিভাইসটি ছাপানো ফন্টের দাগকে পড়ে নিয়ে তার অর্থ সরাসরি কম্পিউটারকে জানাতে সাহায্য করে ।
অপটিক্যাল মার্ক রিডার ( OMR ) : বস্তুধর্মী উত্তরপত্রে গোল চিহ্ন দেওয়া ‘ O ‘ অংশ পেন্সিলের দাগ দিয়ে ভরিয়ে দিলে এই যন্ত্রটি তা পড়ে নিয়ে সরাসরি কম্পিউটারকে জানায় ।
ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার ( MICR ) : এই যন্ত্রটি ব্যাংকের চেক বা ড্রাফটে চুম্বকীয় কালিতে লেখা সংখ্যার তথ্য বুঝে নিয়ে তা সরাসরি কম্পিউটারকে জানায় ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা