শিক্ষা বিজ্ঞান

কম্পিউটারের বিভিন্ন অংশ

Contents

কম্পিউটারের বিভিন্ন অংশ

কম্পিউটার হল এমন একটি যন্ত্র যার সাহায্যে বহু ধরনের কাজ খুব দ্রুত এবং নির্ভুল ভাবে করা যায় । এ ছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখা যায় এই যন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলি হল : 

ইনপুট ডিভাইস 

এটি হল কম্পিউটারের তথ্য জোগান দেওয়ার যন্ত্র । কীবোর্ড , লাইটপেন , মাউস , জয়স্টিক ইত্যাদি ইনপুট ডিভাইসের উদাহরণ । মূলত কীবোর্ড এবং মাউসের সাহায্যে কম্পিউটারে অধিকাংশ তথ্য প্রবেশ করানো হয় ।

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 

এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ । প্রকৃতপক্ষে এটি কম্পিউটারের মস্তিষ্ক । ডেটা প্রসেসিং বা গণনা করা ছাড়াও কম্পিউটারের ভিতরের এবং কম্পিউটারের সঙ্গে যুক্ত সমস্ত যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে এই ইউনিট । 

মেমরি ইউনিট 

কম্পিউটারে যে তথ্য প্রবেশ করানো হয় , তা সঞ্চিত থাকে তার স্মৃতি একক বা মেমরি ইউনিট এ । কম্পিউটারের মেমরিকে দুইভাগে ভাগ করা যায় । 

[ i ] প্রাইমারি মেমরি এবং 

[ ii ] সেকেন্ডারি মেমরি । 

মূল বা প্রাইমারি মেমরি প্রসেসিং ইউনিটের সঙ্গে যুক্ত থাকে এবং দ্রুত ডেটা প্রসেসিং এ সাহায্য করে । এটি সাময়িকভাবে নির্দেশ , প্রোগ্রাম বা ডেটা সঞ্চয় করতে সক্ষম । 

সেকেন্ডারি মেমরিতে স্থায়ীভাবে ডেটা বা প্রোগ্রাম ইত্যাদি সঞ্চয় করা হয় । হার্ড ডিস্ক , ফ্লপি ডিস্ক , সিডি ইত্যাদি এর উদাহরণ । 

আউটপুট ডিভাইস 

এটি হল কম্পিউটারের ফলাফল পরিবেশনের যন্ত্র । মনিটর , প্রিন্টার , স্পিকার ইত্যাদি আউটপুট ডিভাইসের উদাহরণ ।

error: Content is protected !!