শিক্ষা বিজ্ঞান

কম্পিউটার সফটওয়্যার কি

কম্পিউটার সফটওয়্যার কি

যেসব নির্দেশ অনুসরণ ক’রে কম্পিউটার কাজ করে সেই নির্দেশগুলিকে বলা হয় কম্পিউটার সফটওয়্যার । সফটওয়্যার নির্দেশ করলেই কম্পিউটার কাজ করে দেখায় । কম্পিউটার সফটওয়্যারকে নিম্নলিখিত দুটি শ্রেণিতে ভাগ করা যায়— 

সিস্টেম সফটওয়্যার 

কম্পিউটার সিস্টেমকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্যে ( অপারেটিং সিস্টেম ) এবং বিভিন্ন প্রকার প্রোগ্রাম প্রস্তুত করার জন্য যেসব সফটওয়্যার ( প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ ) সহায়তা করে তাদের সিস্টেম সফটওয়্যার বলা হয় । যেমন— DOS , WINDOWS , BASIC , LOGO , UNIX , COBOL , PASCAL ইত্যাদি । 

অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

বিশেষ কোনো প্রকার কাজ করার জন্য ( অপারেটিং সিস্টেম ) কোনো বিশেষ প্রোগ্রামিং এর সাহায্যে যে সফটওয়্যার তৈরি করা হয় , তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে । মাইক্রোসফট কর্পোরেশন এমন কিছু সফটওয়্যার তৈরি করেছে যার সাহায্যে অফিসের নানা ধরনের কাজকর্ম করা যায় । 

যেমন — লেখার জন্য ওয়ার্ডপ্রসেসিং সফটওয়্যার— MS WORD , Word Perfect ; হিসাব পত্রের জন্য স্প্রেডশিট সফটওয়্যার — MS Excel , Lotus 1-2-3 ; স্লাইড প্রেজেন্টেশনের জন্য MS Power point ; ফোটো প্রসেসিং সফটওয়্যার— Adobe Photoshop , বিভিন্ন ডি.টি.পি. সফটওয়্যার ইত্যাদি ।

error: Content is protected !!