কম্পিউটার পরিচালিত নির্দেশ ( CMI )
কম্পিউটার পরিচালিত নির্দেশ ( CMI )
কম্পিউটার পরিচালিত নির্দেশ হল , কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীর কাজের প্রকৃতির পরিবর্তন ঘটানো । এর বৈশিষ্ট্য লক্ষ করা যায় পরীক্ষণ ( testing ) , নির্ণয়াত্মক শিখন ( diagnostic learning ) , উপদেশ প্রদান ( prescription ) এবং তথ্যাবলির রক্ষণাবেক্ষণ ( record keeping ) এর মাধ্যমে ।
শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক হল CMI ( Computer Managed Instruction ) । বিশিষ্ট শিক্ষাবিদ বার্ক CMI প্রসঙ্গে বলেছেন — কম্পিউটার পরিচালিত নির্দেশের প্রধান উদ্দেশ্য হল ছাত্রছাত্রীকে কম্পিউটারের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ করার নির্দেশ দেওয়া ।
CMI এ শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন কাজে কম্পিউটারকে ব্যবহার করা হয় । যেমন — বিভিন্ন শিখনীয় বিষয়বস্তু প্রস্তুতির কাজে , প্রশ্নপত্র রচনায় , মূল্যায়নে , শিক্ষার্থীদের সফলতা বা বিফলতার পরিসংখ্যান প্রস্তুতিতে , শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের ক্ষেত্রে । এ ছাড়া বিভিন্ন শিক্ষামূলক পরিকল্পনা , পাঠক্রম রচনা , অভীক্ষা রচনা , শিক্ষামূলক গবেষণা ইত্যাদি কাজ করতে কম্পিউটার পরিচালিত নির্দেশের ব্যবহার করা হয় ।