শিক্ষা বিজ্ঞান

কম্পিউটার ব্যবহারে শিক্ষকের ভূমিকা

Contents

কম্পিউটার ব্যবহারে শিক্ষকের ভূমিকা

প্রশিক্ষণ গ্রহণ করা 

শিক্ষককে কম্পিউটারের প্রয়োগ সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে । 

ইনটারনেট সংযোগের ব্যবস্থা করা 

বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য শিক্ষককে কম্পিউটারে ইনটারনেট সংযোগের ব্যবস্থা করতে হবে ।

 স্লাইড প্রস্তুত করা 

শ্রেণি শিখনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দেখানোর জন্য শিক্ষককে বিভিন্ন পাঠ্য বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট এর সাহায্যে স্লাইড প্রস্তুত করতে হবে । 

অন্যান্য শিক্ষককে সাহায্য করা 

অভিজ্ঞ শিক্ষক অন্যান্য শিক্ষকদের কম্পিউটার প্রয়োগে সহযোগিতা করবেন । 

সব কাজে কম্পিউটারকে ব্যবহার করা 

বিদ্যালয়ের সবরকম পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কাজে যাতে কম্পিউটার ব্যবহার করা যায় তার জন্য কম্পিউটারে অভিজ্ঞ শিক্ষককে অগ্রণীর ভূমিকা নিতে হবে । মাঝে মাঝে কম্পিউটার কর্মশালার ব্যবস্থা করতে হবে । 

তথ্য সংরক্ষণ করা 

বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যকে কম্পিউটারের হার্ডডিস্কে অথবা সিডিতে সংরক্ষণ করতে হবে । প্রয়োজন মতো শিক্ষার্থী বা তাদের অভিভাবক-অভিভাবিকাদের কাছে এই তথ্য উপস্থাপিত করতে হবে । 

ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় , শিক্ষা কেন্দ্রে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ , কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ শিক্ষকের দক্ষতার ওপরেই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সাফল্য নির্ভর করে ।

error: Content is protected !!