রাষ্ট্র বিজ্ঞান

জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা 

জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা 

সভাধিপতি হলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্তা । প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন পদাধিকারীরূপে জেলা পরিষদের সভাধিপতির পদ রাজ্য সরকারের রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা যুক্ত । জেলা পরিষদের সভা আহ্বান করেন সভাধিপতি । প্রয়োজন হলে তিনি জরুরি বা বিশেষ সভা আহ্বান করতে পারেন । জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি । জেলা পরিষদের যাবতীয় নথিপত্র ইত্যাদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সভাধিপতির হাতে দেওয়া হয়েছে । তিনি জেলা পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়দায়িত্ব পালন করেন । 

সভাধিপতি জেলা পরিষদের কর্মীদের নিয়োগ করেন । এই কর্মীদের কাজকর্মের নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানও তিনি নিজে করে থাকেন । রাজ্য সরকার যেসব আধিকারিকদের জেলা পরিষদের অধীনে কাজ করার জন্য নিযুক্ত করেন তাদের প্রশাসনিক তত্ত্বাবধানের দায়িত্বও সভাধিপতির ওপর দেওয়া হয়েছে । জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলির সদস্য হিসেবে কাজ করেন সভাধিপতি । 

এ ছাড়া জেলা পরিষদের সমন্বয় সমিতির সদস্য হিসেবেও তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন । সর্বোপরি জেলা পরিষদের প্রস্তাব অনুসারে বা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত কাজকর্মের দায়িত্বও সভাধিপতির ওপর ন্যস্ত ।

error: Content is protected !!