রাষ্ট্র বিজ্ঞান

গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি

গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি

গ্রাম পঞ্চায়েতের আবশ্যিক কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— 

1. পানীয় জল সরবরাহ , জলাধার পরিষ্কার করে জীবাণু মুক্ত করা । 

2. জনস্বাস্থ্য রক্ষণাবেক্ষণ , জলনিকাশি ব্যবস্থা ও ময়লা নিষ্কাশন । 

3. ম্যালেরিয়া , কলেরা , বসন্ত ও অন্যান্য মহামারি প্রতিরোধ । 

4. খেয়াঘাট মেরামত ও নির্মাণ এবং জলপথ রক্ষণাবেক্ষণ । 

5. সর্বসাধারণের ব্যবহার্য স্থান জবর দখল মুক্ত করা । 

6. গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সম্পত্তি ও ঘরবাড়ি সংরক্ষণ ও মেরামত করা । 

7. জনগণের ব্যবহার্য পুষ্করিণী সংরক্ষণ ও সাধারণ গোচারণ ক্ষেত্র , শ্মশানঘাট ও সর্বজনীন কবরখানা পরিচালনা করা ও তত্ত্বাবধান করা । 

8. জেলা শাসক , জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের এলাকা ভুক্ত কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে সেই তথ্য সরবরাহ করা । 

9. সমাজ ও অঞ্চলের উন্নয়নমূলক কাজের জন্য স্বেচ্ছাশ্রম পরিচালনা করা । 

10. গ্রাম পঞ্চায়েতের তহবিল নিয়ন্ত্রণ ও পরিচালনা করা । 

11. পঞ্চায়েত আইন অনুসারে কর , অভিকর ইত্যাদি নির্ধারণ করা ও প্রয়োজনীয় অর্থ আদায় করা । 

12. পঞ্চায়েত আইন অনুযায়ী ন্যায় পঞ্চায়েত গঠন ও পরিচালনা । 

13. গ্রাম পঞ্চায়েত এলাকার অধীন দফাদার ও চৌকিদারদের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইত্যাদি ।

error: Content is protected !!