ব্লক সংসদ কাকে বলে
ব্লক সংসদ কাকে বলে
২০০৩ সালে সংশোধিত পঞ্চায়েত আইনে নতুন একটি ধারা যোগ করে ব্লক সংসদ গঠনের ব্যবস্থা করা হয়েছে । এই ধারায় বলা হয়েছে যে প্রতিটি পঞ্চায়েত সমিতি এলাকায় একটি করে ব্লক সংসদ থাকবে । ব্লকের অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ব্লকের পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যকে নিয়ে এই ব্লক সংসদ গঠিত হবে ।
পঞ্চায়েত সমিতির সভাপতির সভাপতিত্বে এবং তাঁর অনুপস্থিতিতে সহকারী সভাপতির সভাপতিত্বে ব্লক সংসদের বার্ষিক ও ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয় । ব্লক সংসদের মূল কাজ হল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে পঞ্চায়েত সমিতিকে পরামর্শ দেওয়া ।
অর্থাৎ পঞ্চায়েত সমিতির বার্ষিক উন্নয়ন কর্মসূচি , পরিকল্পনা প্রণয়ন ও রূপায়ণ এবং অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত বিষয়গুলিতে সমিতিকে পরামর্শ দেওয়া ব্লক সংসদের প্রধান কাজ । এ ছাড়া পঞ্চায়েত সমিতিকে যাবতীয় হিসাব , বাজেট ও অডিট রিপোর্ট পেশ করার দাবি জানাতে পারে ব্লক সংসদ ।